Recent Updates
-
Please log in to like, share and comment!
-
আমার স্বামী সেলসম্যান
_____________________
হাঁ আমার স্বামী সেলসম্যান, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বা কোনো সরকারি কর্মচারী নয়।
তথাকথিত উচ্চ শিক্ষিত নয়। তবে আপনার স্বামীর মতই একজন মানুষ।
মধ্যবিত্ত / নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। সরকারি চাকরি কেনার টাকা ওনার ছিলনা, তাই সেলসম্যান।
কলেজ শেষ করে অনেক জায়গায় দরখাস্ত দিয়ে, অনেক নেতার পায়ে ধরে, কোনো চাকরি জোটাতে পারেনি।
কারণ কোনো জায়গায় ওর মামা কাকা ছিল না। তাই সেলসম্যান।
ধনী ও ভদ্রলোকের বিরক্তের কারণ ও।
তবুও এতটুকুও দুঃখ নেই ওর।
প্রতিদিন সকাল বেলায় একটু আত্মবিশ্বাস ও মুখে হাসি নিয়ে কাজে বেরিয়ে যায়। সারাদিন কোথায় কি করে জানিনা। রাতে যখন একমুখ হাসি নিয়ে বাড়িতে ফেরে। তখন মনে হয় কত না আনন্দে কাটলো তার দিন টা।
অভিনয় টা খুব ভালোই রপ্ত করেছে। কেউকে বুঝতেই দেয় না,সারাদিনে বিভিন্ন জায়গায় অপমান, হেনস্থার কষ্ট গুলো, নিজের মধ্যেই চেপে রাখে।
জানেন? ওকে নাকি ঠিক বিশ্বাস করা যায় না। কখন কাকে কিভাবে ঠকিয়ে দেয় কে যানে?
তাই হয়ত কিছু কিছু বাড়ির দরজায় লেখা থাকে " কুকুর আর সেলসম্যান নট আলাউড "
হাঁ আমার স্বামী সেলসম্যান, বাড়িতে বাড়িতে গিয়ে, জিনিস বিক্রি করে।
সে চোর নয়, তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয়।
সে মানুষ। তবুও তাকে দেখলে, বিরক্ত লাগে। রাগ হয়। অনেকেই কয়েকটা কটু কথা শুনিয়ে দেয়।
তবুও সে, নির্লজ্জের মত হাসি মুখেই কথা বলে।
কারণ, তারও সংসার আছে, বৌ বাচ্ছা আছে, তার পেটেও ক্ষিদে আছে। বাবা, মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব আছে।
আমার স্বামী সংসার চালাতে টাকার বিনিময়ে কিছু জিনিস বিক্রি করে।
তাতে অন্যায় টা কোথায়???
আজকের পৃথিবীতে কে সেলসম্যান নয়???
সবাই তো সেলসম্যান , ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, শিক্ষক, সবাই টাকার বিনিময়ে, আদর্শ, সততা, মনুষত্ব, বিবেক, বিদ্যা সব কিছুই বেচে।
নেতা, জনতার বিশ্বাস বেচে, চাকরি বেচে,
সবাই তো সব কিছুই বেচে।
আমার স্বামী সেলসম্যান _____________________ হাঁ আমার স্বামী সেলসম্যান, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বা কোনো সরকারি কর্মচারী নয়। তথাকথিত উচ্চ শিক্ষিত নয়। তবে আপনার স্বামীর মতই একজন মানুষ। মধ্যবিত্ত / নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তান। সরকারি চাকরি কেনার টাকা ওনার ছিলনা, তাই সেলসম্যান। কলেজ শেষ করে অনেক জায়গায় দরখাস্ত দিয়ে, অনেক নেতার পায়ে ধরে, কোনো চাকরি জোটাতে পারেনি। কারণ কোনো জায়গায় ওর মামা কাকা ছিল না। তাই সেলসম্যান। ধনী ও ভদ্রলোকের বিরক্তের কারণ ও। তবুও এতটুকুও দুঃখ নেই ওর। প্রতিদিন সকাল বেলায় একটু আত্মবিশ্বাস ও মুখে হাসি নিয়ে কাজে বেরিয়ে যায়। সারাদিন কোথায় কি করে জানিনা। রাতে যখন একমুখ হাসি নিয়ে বাড়িতে ফেরে। তখন মনে হয় কত না আনন্দে কাটলো তার দিন টা। অভিনয় টা খুব ভালোই রপ্ত করেছে। কেউকে বুঝতেই দেয় না,সারাদিনে বিভিন্ন জায়গায় অপমান, হেনস্থার কষ্ট গুলো, নিজের মধ্যেই চেপে রাখে। জানেন? ওকে নাকি ঠিক বিশ্বাস করা যায় না। কখন কাকে কিভাবে ঠকিয়ে দেয় কে যানে? তাই হয়ত কিছু কিছু বাড়ির দরজায় লেখা থাকে " কুকুর আর সেলসম্যান নট আলাউড " হাঁ আমার স্বামী সেলসম্যান, বাড়িতে বাড়িতে গিয়ে, জিনিস বিক্রি করে। সে চোর নয়, তবুও তাকে সন্দেহের চোখে দেখা হয়। সে মানুষ। তবুও তাকে দেখলে, বিরক্ত লাগে। রাগ হয়। অনেকেই কয়েকটা কটু কথা শুনিয়ে দেয়। তবুও সে, নির্লজ্জের মত হাসি মুখেই কথা বলে। কারণ, তারও সংসার আছে, বৌ বাচ্ছা আছে, তার পেটেও ক্ষিদে আছে। বাবা, মা স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব আছে। আমার স্বামী সংসার চালাতে টাকার বিনিময়ে কিছু জিনিস বিক্রি করে। তাতে অন্যায় টা কোথায়??? আজকের পৃথিবীতে কে সেলসম্যান নয়??? সবাই তো সেলসম্যান , ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, শিক্ষক, সবাই টাকার বিনিময়ে, আদর্শ, সততা, মনুষত্ব, বিবেক, বিদ্যা সব কিছুই বেচে। নেতা, জনতার বিশ্বাস বেচে, চাকরি বেচে, সবাই তো সব কিছুই বেচে। -
আমি ভালো খারাপ দুটোই
তুমি যেটা deserve করো আমি সেই টাইআমি ভালো খারাপ দুটোই 😈 তুমি যেটা deserve করো আমি সেই টাই 😎✌️ -
☺️☺️☺️
-
আমি মা । কিন্তু সন্তান সন্তান করে মাথা খা'রাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনে সকাল থাকুক, এক কাপ চা থাকুক। অবসরে গান থাকুক। ইচ্ছে হলে এক্কেবারে একা একটা চকোলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস্ খাওয়া থাকুক। কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরী করা বুদবুদ। আমি ছুটির দিনে একটা মুরগীর রোস'ট চাই, আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই।
আমি চাই আমার নিজের একটা সাজের তাক, বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার। আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পরবেনা আমি ছাড়া। আমি দিনে অন্তত আধঘন্টা আমার নিজের সময় চাই। আমি চাই আমার খাবার একটা আলাদা থালা, পরিস্কার থালা যেখানে কারো উ!চ্ছিষ্ট খাবোনা আমি, তার জন্য বাড়িতে ডা! স্টবিন আছে। আমি বয়স হলেও মেরুন রঙ পরতে চাই, লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই। "তোমায় মানাবে না", যেদিন থেকে নিজের মনে হবে, সেদিনই বন্ধ করতে চাই।
আমি চাই আমার একটা দিন থাক, যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সবসময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কী? আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে। সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই, থাক না ক'দিন সংসার অগোছালো। ফুরিয়ে যাক বাজার। ছেলে বা মেয়ে ক'দিন ডাল ভাত বা ম্যা! গি খেয়ে থাকুক, তবু বেরিয়ে পড়তে চাই।
আমি মা,কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বৌয়ের সাথে দেখলেও বুক জ! লবে আমার..
আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে। জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউ'লিয়া হওয়ার পর, বড় হয়ে "কি করেছো আমার জন্য?" শোনার মত সহ্যশক্তি আমার নেই। তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুউউব ভাল থাকতে। তাহলেই হয়ত আমার সন্তান বুঝবে মা'ও মানুষ। মায়েরও খি'দে পায়, ঘুম পায়, কান্না পায়, ইচ্ছে পায়। জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা কুড়ো!নোর চেয়ে, সবটা চে! টেপু!টে উপভোগ করে স্বা! র্থপর মা হয়ে থাকতে আমি রাজী।
©
ঃআমি মা । কিন্তু সন্তান সন্তান করে মাথা খা'রাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনে সকাল থাকুক, এক কাপ চা থাকুক। অবসরে গান থাকুক। ইচ্ছে হলে এক্কেবারে একা একটা চকোলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস্ খাওয়া থাকুক। কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরী করা বুদবুদ। আমি ছুটির দিনে একটা মুরগীর রোস'ট চাই, আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই। আমি চাই আমার নিজের একটা সাজের তাক, বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার। আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পরবেনা আমি ছাড়া। আমি দিনে অন্তত আধঘন্টা আমার নিজের সময় চাই। আমি চাই আমার খাবার একটা আলাদা থালা, পরিস্কার থালা যেখানে কারো উ!চ্ছিষ্ট খাবোনা আমি, তার জন্য বাড়িতে ডা! স্টবিন আছে। আমি বয়স হলেও মেরুন রঙ পরতে চাই, লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই। "তোমায় মানাবে না", যেদিন থেকে নিজের মনে হবে, সেদিনই বন্ধ করতে চাই। আমি চাই আমার একটা দিন থাক, যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে। রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সবসময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কী? আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে। সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই, থাক না ক'দিন সংসার অগোছালো। ফুরিয়ে যাক বাজার। ছেলে বা মেয়ে ক'দিন ডাল ভাত বা ম্যা! গি খেয়ে থাকুক, তবু বেরিয়ে পড়তে চাই। আমি মা,কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বৌয়ের সাথে দেখলেও বুক জ! লবে আমার..😊 আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে। জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউ'লিয়া হওয়ার পর, বড় হয়ে "কি করেছো আমার জন্য?" শোনার মত সহ্যশক্তি আমার নেই। তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুউউব ভাল থাকতে। তাহলেই হয়ত আমার সন্তান বুঝবে মা'ও মানুষ। মায়েরও খি'দে পায়, ঘুম পায়, কান্না পায়, ইচ্ছে পায়। জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা কুড়ো!নোর চেয়ে, সবটা চে! টেপু!টে উপভোগ করে স্বা! র্থপর মা হয়ে থাকতে আমি রাজী। ❤️ © 📸ঃ -
সাইনবোর্ড ঠিক আছে রাস্তা টা ঘুরাতে হবেসাইনবোর্ড ঠিক আছে রাস্তা টা ঘুরাতে হবে🙂🙂
-
চাইলে যোগাযোগ করতে পারেনচাইলে যোগাযোগ করতে পারেন 😜😜
-
༺টলিউড মেগাস্টার মিঃ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেম বন্দি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ~জয়া আহসান" (বাংলাদেশ)
Prosenjit Chatterjee
Jaya Ahsan
#TeamPFC༺টলিউড মেগাস্টার মিঃ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেম বন্দি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ~জয়া আহসান" (বাংলাদেশ)💛🥀 Prosenjit Chatterjee Jaya Ahsan #TeamPFC -
স্তন ক্যানসার শনাক্তে নিজেই কীভাবে পরীক্ষা করবেনঅক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস। বাংলাদেশসহ সারা বিশ্বে নারীদের মধ্যে স্তন ক্যানসার বাড়ছে। ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এ থেকে নিরাময়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তাই স্তন ক্যানসার শুরুতেই শনাক্ত করার জন্য স্ক্রিনিংয়ের ওপর জোর দেওয়া হয়। আর এই স্ক্রিনিং আপনি নিজেই করতে পারেন। ঘরে বসে কারও সহায়তা ছাড়াই এটা করা যায়। স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের এই পদ্ধতি সহজ এবং ব্যয়হীন। ১....
-
More Stories