Directory
Jogajog - Discover new people, create new connections and make new friends
-
Please log in to like, share and comment!
-
I’m not looks like that.I’m not looks like that.
-
"পড়ে যাওয়া ব্যর্থতা নয়; ব্যর্থতা আসে তখন,যখন আপনি যেখানে পড়ে গিয়েছিলেন সেখানেই পড়ে থাকেন"
-
ছেলের_পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে।
ঘটক_মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে (নন মাহরাম) যারা আছেন, দেবর বাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে।
ছেলের_পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, বাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি?
বর্তমান_সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন।
আমিন
সংগৃহীতছেলের_পরিবার : আমাদের পর্দাশীল নামাজী ভদ্র মেয়ে লাগবে। ঘটক_মহিলা : এমন মেয়ে আছে কিন্তু পাত্রী দেখতে গেলে মেয়েকে শুধু ছেলে আর মহিলারা দেখবে। বাবা চাচাদের সামনে যাবে না। মেয়ে (নন মাহরাম) যারা আছেন, দেবর বাশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর এদের সামনে যাবেনা। বিয়ের পর পরিপূর্ণ পর্দায় রাখতে হবে। ছেলের_পরিবার : না এত পর্দা চলবে না নিজের লোকদের সামনে যাবে না এ কেমন কথা। না এই মেয়ে হবে না পরিবারের সবার সাথে মিশবে এমন মেয়ে লাগবে। শ্বশুর, দেবর, বাশুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর এদের সামনে যেতে হবে। এদের সামনে না গেলে বউ না দেখে তাদের পছন্দ ছাড়া কি বিয়ে হবে নাকি? বর্তমান_সমাজ : পর্দাশীল মেয়ে সবার পছন্দ কিন্তু সত্যি কারের পর্দাশীল মেয়েকে সহ্য করার ক্ষমতা সবার থাকে না। ( এটাই চরম সত্যি ) তিতা সত্যি 🙂 আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আমিন সংগৃহীত -
-
সময়কালসহ বাংলাদেশের মুদ্রা সমগ্র।
© সাইফুল ইসলামসময়কালসহ বাংলাদেশের মুদ্রা সমগ্র। © সাইফুল ইসলাম -
কাওরানবাজারে মাছের দোকানগুলোতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেলো। এই বাজারের সিস্টেম হলো এখানে মাছ কেনার পর একেবারে কাটিয়ে আনি আমরা। মাছ যেখানে কাটে এমন এক জায়গায় দেখি এসব বিক্রি হচ্ছে। এগুলো হলো বড় মাছ কাটার পর তার নাড়িভুঁড়ি, পাখনা, লেজ, কাঁটাসহ সব উচ্ছিষ্ট জিনিসপত্র। এসব স্রেফ ফেলে দেওয়ার জিনিস। মাস কয়েক আগেও এসব ফেলেই দিতো এরা। এইসব জিনিসেরও নাকি চাহিদা বেড়েছে এখন মানুষের ভেতর। তাই বড় মাছ কাটার পর, এভাবে জমিয়ে রেখে বিক্রি করে ওরা। দাম কেমন সেটা জিজ্ঞেস করতেই বললো মাছ বুঝে ১০০-১৫০-১৮০ টাকা কেজিতে নাকি বিক্রি হয় এই জিনিস! ভাবতে পারেন এই জিনিসেরও এত দাম!
জিজ্ঞেস করলাম—কারা কিনে? জবাব দিলো— কী ভাবছেন এসব শুধু গরীবরাই খায় নাকি? আপনাদের মত প্যান্টশার্ট পরা লোকজনও নেয় এসব এখন। এই বছরের শুরু থেকেই এসব কাঁটা-নাড়িভুড়ি কেনা শুরু করেছিলো মানুষ। ভেবেছিলাম এই রোজার মাসে হয়ত কমে গেছে। আজকে বাজারে গিয়ে দেখলাম আমার অনুমান ভুল।
মাংস তো বহু আগেই সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে, পোল্ট্রি মুরগি আর এভারেজ ক্যাটাগরির মাছই ছিলো মানুষ খাবারের তালিকায়। অতি সাধারণ সেই মাছও মানুষের পাত থেকে উঠে যাচ্ছে এখন। মাছের দামও এতোই বেড়েছে যে সাধারণ মানুষ এখন এসব কিনে খাইতে বাধ্য হচ্ছে।
জাস্ট চিন্তা করেন একবার। রোজার মাসে শান্তিমতো একবেলা মাছ-ভাত খেয়ে যে রোজা রাখবে, সেই উপায়ও নাই। রোজার মাসেও মানুষজনকে মাছের নাড়িভুড়ি, কাঁটা, উচ্ছিষ্ট কিনে খেতে হচ্ছে, এরচেয়ে অসহায়ত্বের কথা আর কী হতে পারে?
যেই মানুষগুলো উচ্চমূল্যের এই বাজারে একটা সাধারণ মাছ কিনতে পারছেনা, মাছের কাঁটা, নাড়িভুড়ি, উচ্ছিষ্ট কিনে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সাথে মাছ খাওয়ার অভিনয় করতেছে এই রোজার মাসেও, তাদের কানের কাছে যখন আপনারা সারাক্ষণ ‘উন্নয়ন, উন্নয়ন' জপ্ করতে থাকেন, লজ্জা করে না তখন? এটাই কি তবে আপনাদের ওই সাধের স্মার্ট বাংলাদেশ?কাওরানবাজারে মাছের দোকানগুলোতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেলো। এই বাজারের সিস্টেম হলো এখানে মাছ কেনার পর একেবারে কাটিয়ে আনি আমরা। মাছ যেখানে কাটে এমন এক জায়গায় দেখি এসব বিক্রি হচ্ছে। এগুলো হলো বড় মাছ কাটার পর তার নাড়িভুঁড়ি, পাখনা, লেজ, কাঁটাসহ সব উচ্ছিষ্ট জিনিসপত্র। এসব স্রেফ ফেলে দেওয়ার জিনিস। মাস কয়েক আগেও এসব ফেলেই দিতো এরা। এইসব জিনিসেরও নাকি চাহিদা বেড়েছে এখন মানুষের ভেতর। তাই বড় মাছ কাটার পর, এভাবে জমিয়ে রেখে বিক্রি করে ওরা। দাম কেমন সেটা জিজ্ঞেস করতেই বললো মাছ বুঝে ১০০-১৫০-১৮০ টাকা কেজিতে নাকি বিক্রি হয় এই জিনিস! ভাবতে পারেন এই জিনিসেরও এত দাম! জিজ্ঞেস করলাম—কারা কিনে? জবাব দিলো— কী ভাবছেন এসব শুধু গরীবরাই খায় নাকি? আপনাদের মত প্যান্টশার্ট পরা লোকজনও নেয় এসব এখন। এই বছরের শুরু থেকেই এসব কাঁটা-নাড়িভুড়ি কেনা শুরু করেছিলো মানুষ। ভেবেছিলাম এই রোজার মাসে হয়ত কমে গেছে। আজকে বাজারে গিয়ে দেখলাম আমার অনুমান ভুল। মাংস তো বহু আগেই সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে, পোল্ট্রি মুরগি আর এভারেজ ক্যাটাগরির মাছই ছিলো মানুষ খাবারের তালিকায়। অতি সাধারণ সেই মাছও মানুষের পাত থেকে উঠে যাচ্ছে এখন। মাছের দামও এতোই বেড়েছে যে সাধারণ মানুষ এখন এসব কিনে খাইতে বাধ্য হচ্ছে। জাস্ট চিন্তা করেন একবার। রোজার মাসে শান্তিমতো একবেলা মাছ-ভাত খেয়ে যে রোজা রাখবে, সেই উপায়ও নাই। রোজার মাসেও মানুষজনকে মাছের নাড়িভুড়ি, কাঁটা, উচ্ছিষ্ট কিনে খেতে হচ্ছে, এরচেয়ে অসহায়ত্বের কথা আর কী হতে পারে? যেই মানুষগুলো উচ্চমূল্যের এই বাজারে একটা সাধারণ মাছ কিনতে পারছেনা, মাছের কাঁটা, নাড়িভুড়ি, উচ্ছিষ্ট কিনে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সাথে মাছ খাওয়ার অভিনয় করতেছে এই রোজার মাসেও, তাদের কানের কাছে যখন আপনারা সারাক্ষণ ‘উন্নয়ন, উন্নয়ন' জপ্ করতে থাকেন, লজ্জা করে না তখন? এটাই কি তবে আপনাদের ওই সাধের স্মার্ট বাংলাদেশ? -
আল্লাহ ব্যাতিত তোমাদের কোনো বন্ধু ও সাহায্য কারী নেই।
[সূরা বাকারাহ-১০৭আল্লাহ ব্যাতিত তোমাদের কোনো বন্ধু ও সাহায্য কারী নেই। [সূরা বাকারাহ-১০৭ -
২.৫ কাঠা জমি New৳1500000জমি বিক্রি করা হবে,,,
জমির পরিমান ২.৫ কাঠা,,,
জমির মূল্য : প্রতি কাঠা ৬ লাখ টাকা।
মৌজা: ইছর কান্দি
জমিতে যাওয়ার রাস্তা ১০ ফিট( রাস্তাটি টেন্ডারে দেওয়া আছে) ১৫ ফিট আর সি সি ঢালাই হবে।৩০ ফিট রাস্তা থেকে ৬০ মিটার দূরে।
লোকেশন: গাজীপুর সিটির ৩৬ নং ওয়ার্ড ইছর গ্রাম। বোর্ড বাজার আই ইউ টি রোড দিয়ে ২.৫ কিলোমিটার পশ্চিম। অটোতে আসতে সময় লাগে ১০ মিনিট, অটো ভাড়া ২০ টাকা।
এছাড়াও আরো প্লট আছে, যারা জমি কিনতে ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন,
ফোন নাম্বার,Whatsapp 01712366518জমি বিক্রি করা হবে,,, জমির পরিমান ২.৫ কাঠা,,, জমির মূল্য : প্রতি কাঠা ৬ লাখ টাকা। মৌজা: ইছর কান্দি জমিতে যাওয়ার রাস্তা ১০ ফিট( রাস্তাটি টেন্ডারে দেওয়া আছে) ১৫ ফিট আর সি সি ঢালাই হবে।৩০ ফিট রাস্তা থেকে ৬০ মিটার দূরে। লোকেশন: গাজীপুর সিটির ৩৬ নং ওয়ার্ড ইছর গ্রাম। বোর্ড বাজার আই ইউ টি রোড দিয়ে ২.৫ কিলোমিটার পশ্চিম। অটোতে আসতে সময় লাগে ১০ মিনিট, অটো ভাড়া ২০ টাকা। এছাড়াও আরো প্লট আছে, যারা জমি কিনতে ইচ্ছুক তারাই শুধু যোগাযোগ করবেন, ফোন নাম্বার,Whatsapp 01712366518 -
যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে nude ছবি তৈরি করে তাহলে আপনি stopncii ওয়েবসাইটে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে nude ছবি তৈরি করে তাহলে আপনি stopncii ওয়েবসাইটে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।