কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে।
কিছু অভিনেতা পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে-
- কোক যে ঐ জায়গার আকাশ থেকে খবর পাইছো? কোক ঐ জায়গার না।
কোক ঐ জায়গার না, ভাসুরের নাম মুখে নিতে শরম লাগে? কোক ইসরায়েলের না?
চলেন দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের?
-Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar)
-Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং
-BlackRock। (303 million share, 18 Billion Dollar)
কাগজে কলমে এখানে তিনটা কোম্পানি দেখা গেলেও আসলে এখানে দুইটা কোম্পানিই । মূলত Berkshire Hathaway এর ইনভেস্ট করে Vanguard Group এবং Blackrock-ই।
অর্থাৎ এরা আপন দুই ভাই কোকাকোলার ৮০-৯০ শেয়ার নিয়ন্ত্রণ করে ।
তো এই দুই মেগা জায়ান্ট শেয়ার হোল্ডারের মালিক কারা?
১.
- BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত।
-BlackRock এর প্রেসিডেন্ট Robert S. Kapito,
একজন ইহুদি। তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়।
- মজার ব্যাপার হইলো এই ইহুদী প্রতিষ্ঠানের পরিচালক হইলো একজন আরব,নাম Bader M. Alsaad।
২. Vanguard গ্রুপের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি!
এছাড়া ছোট যেসব শেয়ার আছে, বেশিরভাগই ইসরায়েলের।
এখন বলেন, কোক কার? ঐ জায়গার না?
ঐ জায়গা না কইরা ভাসুরের নাম সরাসরি মুখে নেন, কোক ইসরায়েলেরই! কোক ইহুদীদেরই!
আর ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এটা দিয়া কি বোঝাইলেন? ফিলিস্তিনিরাও কোক পছন্দ করে?
ইসরায়েল কোকের ফ্যাক্টরি খুলছে মূলত ফিলিস্তিনিদের উৎখাত করে । স্বাধীন ফিলিস্তিনে না।
আমরা অভিনেতাদের ভেতর ধর্ম খুঁজি না। কিন্তু এদের কমন সেন্সটুকুও যে নাই, পকেটে দু'পয়সা পড়লে মানবতার ধারও যে এরা ধারে না তা দেখে বিস্মিত হই...
যাই হোক, আপনার বয়কট কাজে দিয়েছে। এটুকু মাথায় রাখুন, নাহয় তাদের বিজ্ঞাপন বানানোর প্রয়োজন পড়তো না ।
সামনে ঈদুল আযহা। নিজের মাংসের প্লেটের পাশে কোকাকোলা রেখে মাংসের সাথে রক্তের স্বাদ নিবেন না।
আমরা নিশ্চয়-ই এতটাও তৃষ্ণার্ত হয়ে পড়ি নি, নিজের ভাইদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর প্রয়োজন পড়বে।
বয়কট চলছে, চলবেই...
কোকা কোলার বয়কট কোম্পানির মনে ভয় ঢুকাইছে। কিছু অভিনেতা পকেটে দু'পয়সা ঢুকাইয়া আইসা বিজ্ঞাপন দিতেছে- - কোক যে ঐ জায়গার আকাশ থেকে খবর পাইছো? কোক ঐ জায়গার না। কোক ঐ জায়গার না, ভাসুরের নাম মুখে নিতে শরম লাগে? কোক ইসরায়েলের না? চলেন দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের? -Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar) -Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং -BlackRock। (303 million share, 18 Billion Dollar) কাগজে কলমে এখানে তিনটা কোম্পানি দেখা গেলেও আসলে এখানে দুইটা কোম্পানিই । মূলত Berkshire Hathaway এর ইনভেস্ট করে Vanguard Group এবং Blackrock-ই। অর্থাৎ এরা আপন দুই ভাই কোকাকোলার ৮০-৯০ শেয়ার নিয়ন্ত্রণ করে । তো এই দুই মেগা জায়ান্ট শেয়ার হোল্ডারের মালিক কারা? ১. - BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত। -BlackRock এর প্রেসিডেন্ট Robert S. Kapito, একজন ইহুদি। তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়। - মজার ব্যাপার হইলো এই ইহুদী প্রতিষ্ঠানের পরিচালক হইলো একজন আরব,নাম Bader M. Alsaad। ২. Vanguard গ্রুপের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি! এছাড়া ছোট যেসব শেয়ার আছে, বেশিরভাগই ইসরায়েলের। এখন বলেন, কোক কার? ঐ জায়গার না? ঐ জায়গা না কইরা ভাসুরের নাম সরাসরি মুখে নেন, কোক ইসরায়েলেরই! কোক ইহুদীদেরই! আর ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এটা দিয়া কি বোঝাইলেন? ফিলিস্তিনিরাও কোক পছন্দ করে? ইসরায়েল কোকের ফ্যাক্টরি খুলছে মূলত ফিলিস্তিনিদের উৎখাত করে । স্বাধীন ফিলিস্তিনে না। আমরা অভিনেতাদের ভেতর ধর্ম খুঁজি না। কিন্তু এদের কমন সেন্সটুকুও যে নাই, পকেটে দু'পয়সা পড়লে মানবতার ধারও যে এরা ধারে না তা দেখে বিস্মিত হই... যাই হোক, আপনার বয়কট কাজে দিয়েছে। এটুকু মাথায় রাখুন, নাহয় তাদের বিজ্ঞাপন বানানোর প্রয়োজন পড়তো না । সামনে ঈদুল আযহা। নিজের মাংসের প্লেটের পাশে কোকাকোলা রেখে মাংসের সাথে রক্তের স্বাদ নিবেন না। আমরা নিশ্চয়-ই এতটাও তৃষ্ণার্ত হয়ে পড়ি নি, নিজের ভাইদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর প্রয়োজন পড়বে। বয়কট চলছে, চলবেই...
Like
4
0 Comments 0 Shares 2K Views 0 Reviews
Sponsored