পুরুষ কি কাঁদে?

0
5Кб
একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যাঁ, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে? কখন? কিভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?
বৃদ্ধ বললেন,
পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,
হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে,
যখন সে আঁধারের অতলে
যখন ঝুম বৃষ্টি নামে
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই
পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না,যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে,চুল দাড়ি পেকে যায়, তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে।
এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।
Спонсоры
Поиск
Категории
Больше
Другое
A few Up, A few Down: UNC
The UpsBasically The Total Very first 50 %. That very first 50 percent was 1 of the simplest...
От Holmes Whartons 2024-08-19 02:49:15 0 17Кб
Игры
Play 1000+ Live Games and Win Real Cash Prizes with Reddy Book
Are you ready to embark on an exhilarating gaming journey that combines skill, strategy, and a...
От Reddy Anna Book 2024-11-07 09:48:14 0 4Кб
Другое
How Does Clear PPF Increase Your Car Resale Value?
Have you considered what might happen if you grew tired of your car? No matter if you are a...
От Ultraguard India 2024-11-06 07:14:36 0 2Кб
Networking
Embracing the Circular Economy: How the Oil Industry is Reducing Waste
The concept of a circular economy has gained significant traction in recent years, challenging...
От Chavan Consulting Inc 2024-05-25 06:05:40 0 6Кб
Fitness
Tonk Call Girl Contact Number for Red Light Area || Vanshika Jain
Tonk Call Girl Contact Number for Red Light Area || Vanshika Jain Welcome Tonk Escorts, are...
От Daya Jain 2024-11-04 05:49:02 0 2Кб