পুরুষ কি কাঁদে?

0
6KB
একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, পুরুষ কি কাঁদে?
তিনি জবাব দিয়েছিলেন, হ্যাঁ, পুরুষ কাঁদে, অবশ্যই কাঁদে।
যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো, পুরুষও কাঁদে? কখন? কিভাবে? কি এমন কারণ থাকতে পারে, যাতে করে পুরুষ কেঁদে উঠবে?
বৃদ্ধ বললেন,
পুরুষ কাঁদে, যখন তার মায়ের মত আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায়,
পুরুষ কাঁদে, যখন সে তার বাবা মা দুজনকেই হারায়,
পুরুষ কাঁদে, যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে,
পুরুষ কাঁদে, যখন সে তার মেয়ের বিয়ে দেয়,
পুরুষ কাঁদে, যখন তার অকৃতজ্ঞ একগুঁয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে,
পুরুষ কাঁদে, যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায়, জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে,
পুরুষ কাঁদে, যখন সে তার ভালবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয়, তাদের সামান্যতম সখগুলোও সে যখন আর মিটাতে পারে না,
পুরুষ কাঁদে, যখন সে তার নিজের মা, মাটি আর দেশ থেকে অনেক দূরে, ভালবাসার মানুষগুলোকে একটু ছুঁতেও পারে না, একটু আদরও করতে পারে না,
হ্যা, পুরুষ কাঁদে, কিন্তু... সে তখনই কাঁদে,
যখন সে আঁধারের অতলে
যখন ঝুম বৃষ্টি নামে
যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই
পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না,যা অন্য কেউ দেখে ফেলবে,
পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে, কখনো সেটা একটা দীর্ঘশ্বাস, কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা,
পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে,চুল দাড়ি পেকে যায়, তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে।
এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেই কেঁদে উঠলেন তিনি, বললেন,
হ্যা রে মা, ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে, কাঁদতে থাকে।
Pesquisar
Categorias
Leia mais
Music
Top Benefits of Using a Spotify SMM Panel for Growing Your Audience
Growing a loyal fanbase on Spotify is essential for any artist or music creator looking to...
Por Spotify Panel 2024-10-23 07:48:39 0 5KB
Outro
বাংলাদেশ ২টি সোশ্যাল মিডিয়া
Bondhubook এবং Jogajog দুটোই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা দেশীয়...
Por Md Ois Manik 2024-11-06 14:47:42 0 7KB
Gardening
How Empower Health Labs Ring Clear Can Alleviate Tinnitus Symptoms?
Empower Health Labs Ring Clear is a 100 percent normal wellbeing supplement intended to quiet...
Por Nexagen Male Enhancement 2025-01-15 17:19:00 0 2KB
Shopping
Why You Can Choose HD Lace Front Wigs
HD Lace Wigs are popular in the market. As a kind of human hair wigs for black women, It is...
Por Mslynnhair Mslynnhair 2022-12-20 09:05:08 0 5KB
Health
ZentraSlim KETO 한국어: 작동 원리, 용도 및 한국에서의 구매
The Pure Wellness Keto to eliminate stubborn fat, combat fatigue, and maintain consistent energy...
Por Pure Wellness 2025-02-26 19:06:16 0 584