লুমাযাহ কারা?

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ)
************************
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ  কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
 

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।

◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে। 
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে। 
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে। 
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে। 
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে। 
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে। 
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত। 
আল্লহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।


নবী করিম রঊফুর রহীম ﷺ বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।

মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।
হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে।

আল্লাহ তৌফিক দান করুন।
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

আমীন🌹

Like
Love
7
Pesquisar
Categorias
Leia Mais
Fitness
সন্তান জন্মের পর থেকেই বিষণ্ণতায় ভুগছি, কী করি
পাঠকের এই প্রশ্নের পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড হাসপাতালের ডার্মা‌টোল‌জিস্ট এবং...
Por Sabrina Khan 2022-09-24 02:20:49 0 5K
Shopping
Why People Wear A Human Hair HD Lace Wigs
HD is the abbreviation of high definition. People apply it to human hair wigs to make the lace...
Por Mslynnhair Mslynnhair 2023-01-11 07:55:34 0 7K
Dance
Are KETO SPARK Gummies safe to use?
In the world of weight loss, the ketogenic diet (or keto) has become a popular approach for those...
Por KetoSpark Gummies 2025-03-24 08:21:52 0 499
Health
Fitify Deutschland Top-Bewertungen, Vorteile, Preis und Bestellvorgang?
Fitify ist ein innovatives Produkt, das Menschen dabei unterstützt, ihre Gewichtsziele zu...
Por Fitify Nachricht 2025-03-17 18:36:28 0 402
Shopping
Stussy Hoodie: A Timeless Icon in Streetwear Culture
When you say streetwear culture, there is one brand that is at the forefront and that is Stussy....
Por CommeDes Garcons 2025-03-25 10:40:32 0 1K