লুমাযাহ কারা?

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ)
************************
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ  কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
 

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।

◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে। 
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে। 
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে। 
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে। 
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে। 
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে। 
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত। 
আল্লহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।


নবী করিম রঊফুর রহীম ﷺ বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।

মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।
হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে।

আল্লাহ তৌফিক দান করুন।
আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

আমীন🌹

Like
Love
7
Zoeken
Categorieën
Read More
Other
The Allure of Gold Bracelets for Women: A Timeless Accessory
Gold has been cherished for centuries, symbolizing wealth, power, and elegance. Among the most...
By A1Jewelry 022 2024-08-24 15:08:16 0 7K
Spellen
Kỹ Thuật Trồng Cây Mai Vàng Xuống Vườn
  Theo hội mua bán mai vàng miền tây trồng cây mai...
By Nguyenbich Nguyenbich 2024-11-14 01:43:30 0 550
Art
Spider Hoodie Trend
The Spider Hoodie in hot pink has emerged as a prominent fashion trend, captivating the attention...
By Spider Hoodie 2024-10-01 07:11:19 0 6K
Religion
‘আমানতদারিতা’ – বিষয়ক হাদীছ
1- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم  قَالَ أَرْبَعٌ...
Health
What is Beard Hair Transplant: A Comprehensive Overview
A beard can symbolize masculinity, confidence, and style. For many men, achieving a full, thick...
By Philip Combs 2024-11-13 10:45:18 0 553