কমলা না মালটা?
Orange এর বাংলা কী ? কমলা । এটাই আমাদের মধ্যে প্রচলিত । তাই না ।
কিন্তু আমরা যেটাকে Orange হিসেবে চিনি সেটা আসলে Mandarin । আরও সহজ করে বললে খােসা ছিড়ে কোষ আলাদা করে আমরা যে ফলটি খাই সেটি Mandarin ।
আর যেটি খােসা ছিড়ে খাওয়া যায় না কেটে খেতে হয় সেটি হলাে Sweet orange বা Orange । এর মধ্যে রয়েছে মাল্টা , মুসম্বি , ভেলেন্সিয়া ।
এবার বলব বিজ্ঞান কী বলে ???
বিজ্ঞানীদের মতে , যেকোনাে ফলের নামকরণ হয় এদের বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক ভিত্তির ওপর । Mandarin ও Sweet orange সাইট্রাস পরিবারের হলেও দুটোর বৈজ্ঞানিক নাম আলাদা আলাদা ।
Sweet orange এর বৈজ্ঞানিক নাম Citrus sinensis ।
Mandarin বৈজ্ঞানিক নাম Citrus reticulata ।
মূল কথা দুটোই অর্থাৎ Orange মানে মাল্টা , মুসম্বি , ভেলেন্সিয়া জাতীয় ফল । আর কমলা হলাে Mandarin .
আপনি যদি বাংলাদেশের বাইরে যান তাহলে orange চাইলে আপনাকে মাল্টা মুসম্বি , ভেলেন্সিয়া এসব জাতীয় ফল দেবে । আর কমলা চাইলে বলতে হবে Mandarin , Tangerine ও Clementines । এসব কমলার এক একটি জাত । তবে তাও ভিন্ন ভিন্ন । আমাদের এখানে কমলা হিসেবে যেটি পাওয়া যায় সেটি Mandarin .
এবার আমাদের ডিকশেনারি কী বলে ???
Orange মানে কমলা , কমলালেবু ।
আর Mandarin অর্থও বলা আছে Orange জাতীয় ফল ।
আমাদের সব জায়গায় যেহেতু Orange মানে কমলাই বলা আছে । সেহেতু আমরা Orange এর বাংলা কমলাই বললে ভুল নেই । তবে জেনে রাখলাম Orange মানে আসলে মাল্টা জাতীয় ফল । আর কমলার ইংরেজি Mandarin.
সুতরাং, Orange অর্থ মালটা ।
Source: google news
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Giochi
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Altre informazioni
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness