‘১৫ রাত ঘুমাতে পারিনি’ - মানুষি ছিল্লার
অক্ষয় কুমারের সঙ্গে ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মানুষি ছিল্লার। প্রথম ছবিতে সফলতা পাননি। তবে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করছেন এই নবাগতা। এবার তাঁকে জন আব্রাহামের বিপরীতে ‘তেহরান’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি শেষ করেছেন ছবির শুটিং। স্কটল্যান্ডের গ্লাসগো; মুম্বাই আর দিল্লিতে এই ছবির শুটিং হয়েছে। গত সেপ্টেম্বরে দিল্লিতে তেহরান ছবির শেষ পর্যায়ের শুটিং হয়েছে। টানা ১৫ দিন শুধু দিনে নয়, রাতেও এই ছবির শুটিং হয়েছে। আর তাই রাতের ঘুমও ছুটে গিয়েছিল।
এ প্রসঙ্গে মানুষি বলেছেন, ‘তেহরান ছবির শুটিং করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। প্রতিদিন কিছু না কিছু শিখেছি। এমনকি রাতেও শুটিং করেছি। বিশ্বাস করুন, ১৫ রাত ঘুমাতে পারিনি। আমার ক্যারিয়ারে এভাবে রাতজাগার অভিজ্ঞতা এই প্রথম। আর প্রতিটা রাত আমি উপভোগ করেছি। একজন শিল্পী হিসেবে এই শিল্পকলাকে আমি অন্যভাবে দেখার সুযোগ পেয়েছি, আর এর থেকে শেখার সুযোগ পেয়েছি।’
‘একজন অভিনয়শিল্পী হিসেবে ক্রমে আমি নিজেকে বিকশিত করতে চাই। সু-অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। আমি চাই আরও ভালো পারফরম্যান্স দিয়ে সবার মনে আর হৃদয়ে জায়গা করে নিতে। “তেহরান” এমন এক ছবি, যার মাধ্যমে আমি সবার হৃদয় ছুঁতে পারব,’ মানুষির প্রত্যয়।
দীনেশ ভিজান প্রযোজিত তেহরান পরিচালনা করছেন অরুণ গোপালন। তাঁদের বিষয়ে মানুষির মন্তব্য ‘অরুণ আর দীনেশকে মেন্টর হিসেবে পেয়ে আমি খুবই খুশি। আমি অত্যন্ত খুশি যে জনের (আব্রাহাম) মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি দারুণ পেশাদার আর সজ্জন। জনের সঙ্গে কাজ করা আর তাঁর থেকে শেখা, সত্যি সৌভাগ্যের বিষয়। সব মিলিয়ে আমার তেহরান ভ্রমণ দুর্দান্ত।’
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Jocuri
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Alte
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness