• ঢাকার প্রাণ কেন্দ্র বনানী তে একটি স্বনামধন তেহারি রেস্টুরেন্ট বিক্রয় করা হবে

    Advance - 5.25 Lac

    Rent + All Cost - 1.75 Lac + 2.25 Lac

    Sale Peak Time Daily - 110K +

    Sale Non Peak - 40K +

    রেস্টুরেন্টটি তে ৫২ জন বসে খাবার বেবস্থা রয়েছে। ফুল কিচেন সেটাপ রয়েছে।

    রেস্টুরেন্ট টি তেই প্রত্যেকদিন রান্না করা হয় এন্ড মেনু তে থাকা সব রান্না করার বেবস্থা এবং বাবুর্চি রয়েছে।

    Foodpanda, Pathao এন্ড Foodi তে প্রত্যেক দিন অনেক অর্ডার থাকে।

    রেস্টুরেন্ট পুরোটাই ডেকোরেশন করা অবস্থায় আছে।

    রেস্টুরেন্ট টি ম্যানেজার এন্ড স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত এবং উনাদের সহ খাবার তৈরির পদ্ধতি সহ বিক্রয় করা হবে।

    রেস্টুরেন্ট টি তে ৫ টি AC দ্বারা শীতাতপ নিয়ন্ত্রিত।

    বর্তমান প্রত্যেকদিন এর বিক্রয় অনেক লাভজনক অবস্থায় আছে

    রেস্টুরেন্ট টি চালু অবস্থায় আছে আপনি চাইলে এসে খেয়ে যেতে পারবেন এন্ড পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখে যেতে পারবেন।

    ছবি এবং ভিডিও এর জন্য আমাকে এই নম্বর এ ফোন দিবেন প্লিজ -

    ০১৮ ৪১২২ ২৪২৪

    ০১৯ ৯৩০০ ৩৩০০

    ধন্যবাদ
    ঢাকার প্রাণ কেন্দ্র বনানী তে একটি স্বনামধন তেহারি রেস্টুরেন্ট বিক্রয় করা হবে Advance - 5.25 Lac Rent + All Cost - 1.75 Lac + 2.25 Lac Sale Peak Time Daily - 110K + Sale Non Peak - 40K + রেস্টুরেন্টটি তে ৫২ জন বসে খাবার বেবস্থা রয়েছে। ফুল কিচেন সেটাপ রয়েছে। রেস্টুরেন্ট টি তেই প্রত্যেকদিন রান্না করা হয় এন্ড মেনু তে থাকা সব রান্না করার বেবস্থা এবং বাবুর্চি রয়েছে। Foodpanda, Pathao এন্ড Foodi তে প্রত্যেক দিন অনেক অর্ডার থাকে। রেস্টুরেন্ট পুরোটাই ডেকোরেশন করা অবস্থায় আছে। রেস্টুরেন্ট টি ম্যানেজার এন্ড স্টাফ দ্বারা নিয়ন্ত্রিত এবং উনাদের সহ খাবার তৈরির পদ্ধতি সহ বিক্রয় করা হবে। রেস্টুরেন্ট টি তে ৫ টি AC দ্বারা শীতাতপ নিয়ন্ত্রিত। বর্তমান প্রত্যেকদিন এর বিক্রয় অনেক লাভজনক অবস্থায় আছে রেস্টুরেন্ট টি চালু অবস্থায় আছে আপনি চাইলে এসে খেয়ে যেতে পারবেন এন্ড পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখে যেতে পারবেন। ছবি এবং ভিডিও এর জন্য আমাকে এই নম্বর এ ফোন দিবেন প্লিজ - ০১৮ ৪১২২ ২৪২৪ ০১৯ ৯৩০০ ৩৩০০ ধন্যবাদ
    0 Commentaires 0 Parts 3KB Vue 0 Aperçu
  • রাজনীতি যোগ দেওয়ার আগে
    তিন বার ভাবুন তার পড়ে সিদ্ধান্ত নিন
    এই লিখা একবার পরতে পারেন।
    জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।
    এখন জেলখানায়! চোখে পানি!
    গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
    কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!
    একটাই তো জীবন! কি নিদারুন অপচয়!
    ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
    গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷
    এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
    কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!
    এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।
    এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
    সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!
    রাজনীতি বড়ই কুটিল খেলা!
    রাজনীতি যোগ দেওয়ার আগে 🇧🇩 তিন বার ভাবুন তার পড়ে সিদ্ধান্ত নিন এই লিখা একবার পরতে পারেন। জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী। এখন জেলখানায়! চোখে পানি! গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই! কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়! একটাই তো জীবন! কি নিদারুন অপচয়! ক্ষমতায় থাকাকালীন কি ছিল না? গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷ এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!! এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই। এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী! সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ! রাজনীতি বড়ই কুটিল খেলা!
    0 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
JogaJog https://jogajog.com.bd