Πρόσφατες ενημερώσεις
-
Παρακαλούμε συνδέσου στην Κοινότητά μας για να δηλώσεις τι σου αρέσει, να σχολιάσεις και να μοιραστείς με τους φίλους σου!
-
Wife: ফ্রিজ থেকে কাঁচা মরিচ গুলা এনে দাওতো!
Husband: কই? পেলাম না তো!
Wife: জানতাম তুমি পাবা না। তাই আগে থেকেই নিয়ে আসছি।Wife: ফ্রিজ থেকে কাঁচা মরিচ গুলা এনে দাওতো! Husband: কই? পেলাম না তো! Wife: জানতাম তুমি পাবা না। তাই আগে থেকেই নিয়ে আসছি। 🤣 -
-
-
-
সীমিত সময়ের জন্য অফারসীমিত সময়ের জন্য অফার 🙂🙂
-
আজ বিকেলে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল।
কে যেন বলছে, “I LOVE YOU”!!!!
বের হয়ে দেখি লেবু ওয়ালা ডাক দিয়ে বলছে,
”এএএই ল্যাবওওওও”আজ বিকেলে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। কে যেন বলছে, “I LOVE YOU”!!!! বের হয়ে দেখি লেবু ওয়ালা ডাক দিয়ে বলছে, ”এএএই ল্যাবওওওও” 🤣🤣 -
-মুরগির বাচ্চা তার মাকে জিজ্ঞেস করলো,আমাদের জন্মের পর নামকরণ হয়না কেন?
-মুরগির মা বললো,আমাদের সমাজে নামকরণ হয় মরার পরে।
যেমন-চিকেন বিরিয়ানি,চিকেন তান্দুরি,চিকেন পাকোড়া, চিকেন টিক্কা, চিকেন রোল,চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যুপ, চিকেন বার্গার।-মুরগির বাচ্চা তার মাকে জিজ্ঞেস করলো,আমাদের জন্মের পর নামকরণ হয়না কেন? -মুরগির মা বললো,আমাদের সমাজে নামকরণ হয় মরার পরে। যেমন-চিকেন বিরিয়ানি,চিকেন তান্দুরি,চিকেন পাকোড়া, চিকেন টিক্কা, চিকেন রোল,চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যুপ, চিকেন বার্গার।🙂 -
Me as a mom:
এ্যাই, তোর আব্বুকে ফোন দিয়া বল, তোর চিপস খাইতে মন চাইছে! আসার সময় যেন নিয়া আসে।
কাইন্দা কাইন্দা ক! এক্ষনি যেন নিয়া আসে।Me as a mom: এ্যাই, তোর আব্বুকে ফোন দিয়া বল, তোর চিপস খাইতে মন চাইছে! আসার সময় যেন নিয়া আসে। কাইন্দা কাইন্দা ক! এক্ষনি যেন নিয়া আসে। 😼 -
স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্বামী রাগ করে অফিসে চলে গেল।
দশ মিনিট পরে স্ত্রীর ফোন, "আমি চললাম, তোমার সংসার, ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু'চোখ যায়।
স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। (এটা বিশ্বাস)!
দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। (এটা মায়া)
এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। (এটা অভিমান)
বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। (এটা দায়িত্ববোধ)
স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। (এটা অপেক্ষা)
রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" (এটা ভালোবাসা..!)
শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার........!
স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্বামী রাগ করে অফিসে চলে গেল। 🙂 👉 দশ মিনিট পরে স্ত্রীর ফোন, "আমি চললাম, তোমার সংসার, ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু'চোখ যায়। 🤜 স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। (এটা বিশ্বাস)! 🥰 🍜 দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। (এটা মায়া) 🥰 🍴 এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। (এটা অভিমান) 🥰 ☕ বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। (এটা দায়িত্ববোধ) 🥰 🍒 স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। (এটা অপেক্ষা) 🥰 🥂 রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" (এটা ভালোবাসা..!) 🥰🖤 💞 শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার........! 🥀🥰❤️🌹👌 🥀🥰❤️🌹👌
και άλλες ιστορίες