স্টিভ জবসের স্যান্ডেল নিলামে
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এই স্যান্ডেল ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।  শুক্রবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিলাম রোববার (১৩ নভেম্বর) শেষ হবে। বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের এই স্যান্ডেল জোড়া নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান। ...
Like
1K
0 Reacties 0 aandelen 7K Views 0 voorbeeld