অফিস থেকে আসতে কারওয়ান বাজারে একটু ঢুকছিলাম। এখানে টোটাল ২০০টাকার বাজার!

বেগুন ১কেজি এলাকায় ৫৫-৬৫ করে বেচে, কারওনবাজারে নিছে ৳৩০,
সিম ১ কেজি বাজারে ৫৫-৬৫ করে আর কারওয়ান বাজারে ৳৩০
ফুলকপি গতকাল এলাকা থেকে নিসি ৫০দিয়ে আগেরদিন ৪০, আজকে কারওয়ান বাজারে ৳৩০

লাউ ৫০-৭০ করে সেল হয়, কারওয়ান বাজারে নিছে ৳২০

ধনিয়াপাতা যেই পরিমান এলাকায় ৪০-৫০টাকা নিবে এখানে ১০টাকার।

সাগর কলা পার পিস মিনিমাম ১০টাকা এখানে ১৪ পিস হিসাবে ১৪০ দামাদামি করলে ১২০ এর নিচে দিত বলে মনে হয় না। নিছে ১৪টা ৬০/- মানে ৳ ৪.২ পিস!!

লেবুর দাম এলাকায় জানি না কত চালডাল সাইটে দেখলাম ৭টাকা পিস আমার নিসে ৬টা ২০ মানে ৳৩.৩৩ পিস।

এর মাঝে আমি শুধু ৭০টাকা চাওয়া কলা ৬০টাকা দামাদামি করে নিসি আর কোনটা দামাদামি করি নাই। এমন কি কয়েক দোকান যাচাইও করি নাই। মানে পাইকারি দাম আরো কম। এদিকে কারওয়ান বাজার থেকে আমার বাসা জ্যাম না থাকলে বাইকে ২ মিনিটের পথ, হাইট্টা গেলে ১০মিনিট। এতটুকু ডিস্টেন্সে দাম দুই আড়াইগুন বাইড়া যায়!!

চাকরির মাম্মি ড্যাডি, সবজিই বেচুম। দো দিনো ম্যা পায়সা ডাবল
অফিস থেকে আসতে কারওয়ান বাজারে একটু ঢুকছিলাম। এখানে টোটাল ২০০টাকার বাজার! বেগুন ১কেজি এলাকায় ৫৫-৬৫ করে বেচে, কারওনবাজারে নিছে ৳৩০, সিম ১ কেজি বাজারে ৫৫-৬৫ করে আর কারওয়ান বাজারে ৳৩০ ফুলকপি গতকাল এলাকা থেকে নিসি ৫০দিয়ে আগেরদিন ৪০, আজকে কারওয়ান বাজারে ৳৩০ লাউ ৫০-৭০ করে সেল হয়, কারওয়ান বাজারে নিছে ৳২০ ধনিয়াপাতা যেই পরিমান এলাকায় ৪০-৫০টাকা নিবে এখানে ১০টাকার। সাগর কলা পার পিস মিনিমাম ১০টাকা এখানে ১৪ পিস হিসাবে ১৪০ দামাদামি করলে ১২০ এর নিচে দিত বলে মনে হয় না। নিছে ১৪টা ৬০/- মানে ৳ ৪.২ পিস!! লেবুর দাম এলাকায় জানি না কত চালডাল সাইটে দেখলাম ৭টাকা পিস আমার নিসে ৬টা ২০ মানে ৳৩.৩৩ পিস। এর মাঝে আমি শুধু ৭০টাকা চাওয়া কলা ৬০টাকা দামাদামি করে নিসি আর কোনটা দামাদামি করি নাই। এমন কি কয়েক দোকান যাচাইও করি নাই। মানে পাইকারি দাম আরো কম। এদিকে কারওয়ান বাজার থেকে আমার বাসা জ্যাম না থাকলে বাইকে ২ মিনিটের পথ, হাইট্টা গেলে ১০মিনিট। এতটুকু ডিস্টেন্সে দাম দুই আড়াইগুন বাইড়া যায়!! 😳 চাকরির মাম্মি ড্যাডি, সবজিই বেচুম। দো দিনো ম্যা পায়সা ডাবল 😎
Like
11
0 Comments 0 Shares 897 Views 0 Reviews
Sponsored