التحديثات الأخيرة
  • আজকে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটির নাম বদলে ‘শহীদ ফেলানি সড়ক’ করা হবে; একইসাথে স্থাপন করা হবে সড়কের পরিবর্তিত নামের নামফলকও!
    আজ বিকাল সারে চারটায় বাশতলা নতুন বাজারে উদ্যোগের আয়োজকরা সবাই একত্রিত হবে। সেখানে জমায়েত ও সভা অনুষ্ঠিত হবে। তারপর শহীদ ফেলানি রোড নামফলক স্থাপন করা হবে।
    যারা ঢাকায় আছেন এবং যাদের পক্ষে সম্ভব, সবাই এই উদ্যোগে শামিল হন।
    আজকে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাটির নাম বদলে ‘শহীদ ফেলানি সড়ক’ করা হবে; একইসাথে স্থাপন করা হবে সড়কের পরিবর্তিত নামের নামফলকও! আজ বিকাল সারে চারটায় বাশতলা নতুন বাজারে উদ্যোগের আয়োজকরা সবাই একত্রিত হবে। সেখানে জমায়েত ও সভা অনুষ্ঠিত হবে। তারপর শহীদ ফেলানি রোড নামফলক স্থাপন করা হবে। যারা ঢাকায় আছেন এবং যাদের পক্ষে সম্ভব, সবাই এই উদ্যোগে শামিল হন।
    0 التعليقات 0 المشاركات 822 مشاهدة 0 معاينة
  • স্বাধীন দেশে স্বাগতম
    স্বাধীন দেশে স্বাগতম
    0 التعليقات 0 المشاركات 20469 مشاهدة 0 معاينة
  • স্ত্রীদের জন্য টিপস — আপনি আপনার স্বামীকে কিভাবে খুশি করবেন?
    1. তাকে খাওয়ান।
    2. তার সাথে ঘুমান।
    3. তাকে শান্তিতে ছেড়ে দিন।
    4. তার গতিবিধি নিয়ে তাকে বিরক্ত করবেন না।
    5. তার পরিবারের কেয়ার করুন।
    6. সর্বদা তার জন্য প্রার্থনা করুন।
    7. তার সমস্ত শারিরীক ও মানসিক চাহিদা মেটানোর দায়িত্ব নিজে স্বেচ্ছায় নিন।
    ....... কঠোর পরিশ্রম করে এই 7টি জটিল কাজ যদি করে উঠতে পারেন, ব্যস স্বামী খুশি হবে। আপনি সেরা স্ত্রী হিসেবে পুরষ্কার পেয়ে যাবেন।

    স্বামীদের জন্য টিপস — কিভাবে আপনি আপনার স্ত্রীকে খুশি করবেন?
    এটা সত্যিই খুব সহজ কিন্তু, নিজের স্ত্রীকে খুশি করতে তার স্বামীকে শুধুমাত্র হতে হবে —

    1. একজন বন্ধু।
    2. একজন সঙ্গী।
    3. একজন প্রেমিক।
    4. একজন ভাই।
    5. একজন পিতা।
    6. একজন মাস্টার।
    7. একজন শেফ।
    8. একজন ইলেকট্রিশিয়ান।
    9. একজন প্লাম্বার।
    10. একজন মেকানিক।
    11. একজন কাঠমিস্ত্রি।
    12. একটি ডেকোরেটর।
    13. একজন স্টাইলিস্ট।
    14. একজন সেক্সোলজিস্ট।
    15. একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
    16. একজন মনোবিজ্ঞানী।
    17. একটি কীটপতঙ্গ নির্মূলকারী।
    18. একজন মনোরোগ বিশেষজ্ঞ।
    19. একজন নিরাময়কারী/প্রার্থনা।
    20. একজন ভালো শ্রোতা।
    21. একজন সংগঠক।
    22. একজন ভালো বাবা।
    23. খুব পরিষ্কার।
    24. সহানুভূতিশীল।
    25. অ্যাথলেটিক।
    26. উষ্ণ।
    27. মনোযোগী।
    28. সাহসী।
    29. বুদ্ধিমান।
    30. মজার।
    31. সৃজনশীল।
    32. দরপত্র।
    33. শক্তিশালী।
    34. বোঝা।
    35. সহনশীল।
    36. বিচক্ষণ।
    37. উচ্চাভিলাষী।
    38. সক্ষম।
    39. সাহসী।
    40. নির্ধারিত।
    41. সত্য।
    42. নির্ভরযোগ্য।
    43. আবেগপ্রবণ।
    উপরের পয়েন্টগুলো এগুলো একদম ভুলবেন না।
    এসব ছাড়াও —

    44. নিয়মিত তার প্রশংসা করুন।
    45. তার সাথে কেনাকাটা করতে যান।
    46. সৎ হন।
    47. তাকে কিছুত জোর না করা।
    48. অন্য মেয়েদের দিকে তাকাবেন না।

    এবং একই সময়ে, আপনাকে আরো কিছু করতে হবে —

    49. তার দিকে মনোযোগ দিন।
    50. তাকে প্রচুর সময় দিন।
    51. তাকে প্রচুর জায়গা দিন, তার পরিবারের সদস্যদের এবং আপনার আত্মীয়দের সাথে দেখা করার অনুমতি দিন।
    তবে সর্বোপরি এটি খুবই গুরুত্বপূর্ণ —
    52. কেনাকাটার জন্য টাকা দেওয়ার পর কোথায় খরচ হলো সেটা জিজ্ঞাসা না করা।নোট যত বড়ই হোক না কেন আপনি যা দেন তা ঠিকই তার কাছে ছোট হয়ে যায়।
    মনে রাখবেন — আপনার স্ত্রীকে খুশি করা খুবই সামান্য ব্যাপার। স্বামী হয়ে এই ৫২টা কাজ আপনার অবশ্য করণীয়। সো লেটস গো।

    🎧 স্ত্রীদের জন্য টিপস — আপনি আপনার স্বামীকে কিভাবে খুশি করবেন? 1. তাকে খাওয়ান। 2. তার সাথে ঘুমান। 3. তাকে শান্তিতে ছেড়ে দিন। 4. তার গতিবিধি নিয়ে তাকে বিরক্ত করবেন না। 5. তার পরিবারের কেয়ার করুন। 6. সর্বদা তার জন্য প্রার্থনা করুন। 7. তার সমস্ত শারিরীক ও মানসিক চাহিদা মেটানোর দায়িত্ব নিজে স্বেচ্ছায় নিন। ....... কঠোর পরিশ্রম করে এই 7টি জটিল কাজ যদি করে উঠতে পারেন, ব্যস স্বামী খুশি হবে। আপনি সেরা স্ত্রী হিসেবে পুরষ্কার পেয়ে যাবেন। 🎧 স্বামীদের জন্য টিপস — কিভাবে আপনি আপনার স্ত্রীকে খুশি করবেন? এটা সত্যিই খুব সহজ কিন্তু, নিজের স্ত্রীকে খুশি করতে তার স্বামীকে শুধুমাত্র হতে হবে — 1. একজন বন্ধু। 2. একজন সঙ্গী। 3. একজন প্রেমিক। 4. একজন ভাই। 5. একজন পিতা। 6. একজন মাস্টার। 7. একজন শেফ। 8. একজন ইলেকট্রিশিয়ান। 9. একজন প্লাম্বার। 10. একজন মেকানিক। 11. একজন কাঠমিস্ত্রি। 12. একটি ডেকোরেটর। 13. একজন স্টাইলিস্ট। 14. একজন সেক্সোলজিস্ট। 15. একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। 16. একজন মনোবিজ্ঞানী। 17. একটি কীটপতঙ্গ নির্মূলকারী। 18. একজন মনোরোগ বিশেষজ্ঞ। 19. একজন নিরাময়কারী/প্রার্থনা। 20. একজন ভালো শ্রোতা। 21. একজন সংগঠক। 22. একজন ভালো বাবা। 23. খুব পরিষ্কার। 24. সহানুভূতিশীল। 25. অ্যাথলেটিক। 26. উষ্ণ। 27. মনোযোগী। 28. সাহসী। 29. বুদ্ধিমান। 30. মজার। 31. সৃজনশীল। 32. দরপত্র। 33. শক্তিশালী। 34. বোঝা। 35. সহনশীল। 36. বিচক্ষণ। 37. উচ্চাভিলাষী। 38. সক্ষম। 39. সাহসী। 40. নির্ধারিত। 41. সত্য। 42. নির্ভরযোগ্য। 43. আবেগপ্রবণ। ☢️ উপরের পয়েন্টগুলো এগুলো একদম ভুলবেন না। এসব ছাড়াও — 44. নিয়মিত তার প্রশংসা করুন। 45. তার সাথে কেনাকাটা করতে যান। 46. সৎ হন। 47. তাকে কিছুত জোর না করা। 48. অন্য মেয়েদের দিকে তাকাবেন না। ☢️ এবং একই সময়ে, আপনাকে আরো কিছু করতে হবে — 49. তার দিকে মনোযোগ দিন। 50. তাকে প্রচুর সময় দিন। 51. তাকে প্রচুর জায়গা দিন, তার পরিবারের সদস্যদের এবং আপনার আত্মীয়দের সাথে দেখা করার অনুমতি দিন। ☢️ তবে সর্বোপরি এটি খুবই গুরুত্বপূর্ণ — 52. কেনাকাটার জন্য টাকা দেওয়ার পর কোথায় খরচ হলো সেটা জিজ্ঞাসা না করা।নোট যত বড়ই হোক না কেন আপনি যা দেন তা ঠিকই তার কাছে ছোট হয়ে যায়। 🙈 মনে রাখবেন — আপনার স্ত্রীকে খুশি করা খুবই সামান্য ব্যাপার। স্বামী হয়ে এই ৫২টা কাজ আপনার অবশ্য করণীয়। সো লেটস গো। 🙃 ©️
    Like
    5
    0 التعليقات 0 المشاركات 2865 مشاهدة 0 معاينة
  • Like
    4
    0 التعليقات 0 المشاركات 1277 مشاهدة 0 معاينة
  • যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
    বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

    নোবেল বিজয়ী 'ডেসমন্ট টু টু' একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের কাছে শুধু বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

    একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

    তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

    যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

    "জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

    দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন, পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।দেশীয় কোম্পানী বাঁচলে আমরা বাঁচবো।দেশের লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় কোম্পানীতে।তাদের পরিবারগুলোর ভরণপোশনের ব্যবস্থা হচ্ছে।
    সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৫৭০, Lifeguard, Cute
    বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme
    টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste
    চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute
    গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship, Danish
    ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet
    চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)
    Danish
    শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus
    সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh
    Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,
    মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -
    Room Freshner - Spring, Basundhara
    ময়দা, আটা – Teer, Basundhara, Fresh
    নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi
    চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer
    চিনি - Teer, Fresh, আখের চিনি
    সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer
    বিস্কুট - Radisho, Olympic. Danish
    লবণ- Teer, ACI, Fresh Danish
    পানি - Jibon, MUM
    টিস্যু - বসুন্ধরা, ফ্রেশ গারটেক্স
    এক সময়ের সোনালী আঁশ পাটশিল্প ধবংশ হয়ে গেছে,,চামড়া শিল্প ধবংশ হয়ে গেছে।।যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় পণ্য কিনতে হবে।নইলে একদিন আমরা পুরো পরনির্ভরশীল হয়ে পড়বো।দেশের শিল্প বাঁচান নিজে বাঁচুন
    ©
    অবশ্যই শেয়ার করুন!
    যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী 'ডেসমন্ট টু টু' একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের কাছে শুধু বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল । একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা। তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে। যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়। "জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়" দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন, পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।দেশীয় কোম্পানী বাঁচলে আমরা বাঁচবো।দেশের লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় কোম্পানীতে।তাদের পরিবারগুলোর ভরণপোশনের ব্যবস্থা হচ্ছে। সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৫৭০, Lifeguard, Cute বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship, Danish ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের) Danish শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC, মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme - Room Freshner - Spring, Basundhara ময়দা, আটা – Teer, Basundhara, Fresh নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer চিনি - Teer, Fresh, আখের চিনি সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer বিস্কুট - Radisho, Olympic. Danish লবণ- Teer, ACI, Fresh Danish পানি - Jibon, MUM টিস্যু - বসুন্ধরা, ফ্রেশ গারটেক্স এক সময়ের সোনালী আঁশ পাটশিল্প ধবংশ হয়ে গেছে,,চামড়া শিল্প ধবংশ হয়ে গেছে।।যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় পণ্য কিনতে হবে।নইলে একদিন আমরা পুরো পরনির্ভরশীল হয়ে পড়বো।দেশের শিল্প বাঁচান নিজে বাঁচুন © অবশ্যই শেয়ার করুন!
    Like
    4
    0 التعليقات 0 المشاركات 1771 مشاهدة 0 معاينة
  • √√•••উচ্চ শিক্ষিত অবিবাহিত নারী ভয়ংকর--
    75% উচ্চ শিক্ষিত মেয়ে 27-30 বছর বয়সেও বিয়েহীন--
    ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী 05 বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে--আর মানানসই পাত্রস্থ করতে না পেরে ক্যারিয়ার গড়তে না পেরে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে--তাঁদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে--আর স্বামীও তাঁদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে--তখন এই সংসার টেকানো অসম্ভব কারণ তাঁর স্ত্রী টা 30 টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে--তাঁর আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক ভাবে পুরুষ--স্বামী তাঁকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ--আর পুরুষের মতই তাঁর স্ত্রী অনুভূতিহীন--সে স্বামীকে প্রেমের জগতে নয় ভোগবাদের জগতেই দেখতে চাই--সামনে এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও--এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে--আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা'জ্জা'ল তাঁর সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হবে--এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে আখিরাতেও লাঞ্চিত হয়ে জা'হা'ন্না'মে যাবে--এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফিতনা!••••
    √√•••উচ্চ শিক্ষিত অবিবাহিত নারী ভয়ংকর-- 75% উচ্চ শিক্ষিত মেয়ে 27-30 বছর বয়সেও বিয়েহীন-- ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী 05 বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে--আর মানানসই পাত্রস্থ করতে না পেরে ক্যারিয়ার গড়তে না পেরে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে--তাঁদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে--আর স্বামীও তাঁদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে--তখন এই সংসার টেকানো অসম্ভব কারণ তাঁর স্ত্রী টা 30 টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে--তাঁর আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক ভাবে পুরুষ--স্বামী তাঁকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ--আর পুরুষের মতই তাঁর স্ত্রী অনুভূতিহীন--সে স্বামীকে প্রেমের জগতে নয় ভোগবাদের জগতেই দেখতে চাই--সামনে এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও--এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে--আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা'জ্জা'ল তাঁর সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হবে--এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে আখিরাতেও লাঞ্চিত হয়ে জা'হা'ন্না'মে যাবে--এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফিতনা!••••😥💔
    Like
    Angry
    Sad
    5
    0 التعليقات 0 المشاركات 1686 مشاهدة 0 معاينة
  • Ganapath (2023) full movie
    https://jogajog.com.bd/movie/26/Ganapath
    Ganapath (2023) full movie https://jogajog.com.bd/movie/26/Ganapath
    JOGAJOG.COM.BD
    Ganapath
    In a dystopian future, Ganapath, a relentless and skilled vigilante, embarks on a mission to dismantle a powerful criminal empire that has gripped the city in fear, Ganapath becomes a symbol of hope for the oppressed in which leads dark.
    Like
    10
    0 التعليقات 0 المشاركات 2322 مشاهدة 0 معاينة
  • What a fantastic idea! These are made by furniture company TMC and in Fairfield Area Library in Herico County, Virginia

    Photo: Chris Cunningham
    আর আমাদের দেশে একটা daycare এর পর্যন্ত ব্যবস্থা নেই
    কত নারী নিজের বাচ্চা কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়েছে।

    #baby_page_bd
    #lifewithkuttus
    What a fantastic idea! These are made by furniture company TMC and in Fairfield Area Library in Herico County, Virginia 📚 Photo: Chris Cunningham আর আমাদের দেশে একটা daycare এর পর্যন্ত ব্যবস্থা নেই কত নারী নিজের বাচ্চা কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার জীবনের সমাপ্তি ঘটিয়েছে। #baby_page_bd #lifewithkuttus
    Like
    10
    0 التعليقات 0 المشاركات 1654 مشاهدة 0 معاينة
  • https://jogajog.com.bd/movie/13/Dunki-Full-Movie
    https://jogajog.com.bd/movie/13/Dunki-Full-Movie
    JOGAJOG.COM.BD
    Dunki Full Movie
    When his friends in Punjab struggle to clear the immigration process, an ex-soldier guides them on a risky journey to enter the UK without permission.
    Like
    32
    0 التعليقات 0 المشاركات 1362 مشاهدة 0 معاينة
  • সূর্য মামা
    গরম কিছুটা ডিসকাউন্ট অফারে দেয়া যায় না?
    আমরাতো এখন রেগুলার কাস্টমার আপনার।
    সূর্য মামা গরম কিছুটা ডিসকাউন্ট অফারে দেয়া যায় না? আমরাতো এখন রেগুলার কাস্টমার আপনার। 🥵🥵
    Like
    Haha
    Wow
    Sad
    34
    0 التعليقات 0 المشاركات 1714 مشاهدة 0 معاينة
المزيد من المنشورات