Atualizações Recentes
-
কার বুকে ঘুমাও প্রিয়তমা?
মাথায় হাত বুলিয়ে দেয় কে এখন?
কে তোমায় হাসায় কাঁদায়,
কেইবা এখন ভাঙে গড়ে তোমার মন?
কে তোমায় গল্প বলে?
কে দেখায় চাঁদ?
কার সাথেই বা মুঠোফোনে গল্প করো সারারাত!
কার কাছে করো বায়না এখন?
কার বুকে মুখ লুকাও কান্না পেলে?
কে গুঁজে দেয় খোপায় গোলাপ
কার জন্য করো অপেক্ষা এখন সন্ধ্যা হলে?
আমি তো আজ ভীষণ দূরের মানুষ
একলা আকাশ একা যেমন দূরে
তুমিও কি ভীষণ একা?
যেমন একা কিছু তারা হাজার তাঁরার ভিড়ে !!
Faça Login para curtir, compartilhar e comentar! -
-
-
-
-
Mais Stories