Jüngste Beiträge
-
পাত্রপক্ষ : মা ঘোমটা টা সরাও, মুখটা একটু দেখি......
পাত্রী : আচ্ছা ঠিকাছে, দেখেই ডিলিট করে দিবেন কিন্তু.পাত্রপক্ষ : মা ঘোমটা টা সরাও, মুখটা একটু দেখি...... পাত্রী : আচ্ছা ঠিকাছে, দেখেই ডিলিট করে দিবেন কিন্তু.🤕Please log in to like, share and comment! -
দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়িফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি৷ এতদিন তার কথা আলোচনা হয়েছে শুধু কল্পবিজ্ঞানে। গল্পের বইয়ের পাতা আর সিনেমার পর্দা ছেড়ে এবার বাস্তবে হাজির। শুধু হাজিরই নয়, জনসমক্ষে রীতিমতো উড়ে দেখাল সেই উড়ন্ত গাড়ি। অনেকটা বড় ড্রোনের মতো দেখতে চীনা বৈদ্যুতিন গাড়ি নির্মাতা কোম্পানি এক্সপেং আইএনসির তৈরি সেই গাড়ি গত সোমবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো আকাশে ওড়ে৷পেট্রোল, ডিজেল,...
-
কন্যাকে বললাম বারান্দার গাছ গুলোতে একটু পানি দাও।
পানি দিয়ে এসে বলতেছে, "আম্মু, গাছ গুলোতে গরম পানি দিয়ে আসছি, যে ঠান্ডা পড়েছে, ঠান্ডা পানি দিলে তো ওদের ঠান্ডা লাগবে তাইনা? "
আমি ঃকন্যাকে বললাম বারান্দার গাছ গুলোতে একটু পানি দাও। পানি দিয়ে এসে বলতেছে, "আম্মু, গাছ গুলোতে গরম পানি দিয়ে আসছি, যে ঠান্ডা পড়েছে, ঠান্ডা পানি দিলে তো ওদের ঠান্ডা লাগবে তাইনা? " আমি ঃ🙄🙄🙄 -
??
-
-
স্বামী:কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
স্ত্রী: হোক, সমস্যা কী?
স্বামী:আরে বোকা! মূল্যতালিকায় দেখো হট কফি -২০ টাকা, কোল্ড কফি -৫০ টাকা।
ঠান্ডা হয়ে গেলে অযথা ৩০ টাকা বেশি দিতে হবে,জলদি খেয়ে নাও তো!স্বামী:কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। স্ত্রী: হোক, সমস্যা কী? স্বামী:আরে বোকা! মূল্যতালিকায় দেখো হট কফি -২০ টাকা, কোল্ড কফি -৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলে অযথা ৩০ টাকা বেশি দিতে হবে,জলদি খেয়ে নাও তো!🙄 -
ha ha ha....
ha ha ha.... -
-
0 Kommentare 0 Anteile 804 Ansichten 0 Vorschau
Mehr Artikel