• এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন জনগণ

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গঠন করা হয়েছে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’। সেলটি ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ০১৭৬৯৬৯৩৫৩৫-৩৬ এই দুই নম্বরে সাধারণ মানুষ অভিযোগ করতে পারবেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে । পুলিশ সদস্যের অপেশাদার আচারণ ও কর্মকাণ্ডের অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু করা হয়েছে। নেয়া হচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা। ইতোমধ্যে এ কমপ্লেইন সেলের মাধ্যমে অনেক অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কমপ্লেইন সেল দিনের ২৪ ঘণ্টাই চালু থাকে। পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভূক্তভোগীরা কোথায় গিয়ে অভিযোগ করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেন। অনেক সময় বিভিন্ন কারণে ভুক্তভোগীরা অভিযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। তবে এ কমপ্লেইন সেল চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষ এগিয়ে আসছে এবং অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন। জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনও অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা 01769693535, 01769693536 মোবাইল নম্বরে এবং [email protected] ই-মেইলে অভিযোগ করতে পারবেন।
    এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গঠন করা হয়েছে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’। সেলটি ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ০১৭৬৯৬৯৩৫৩৫-৩৬ এই দুই নম্বরে সাধারণ মানুষ অভিযোগ করতে পারবেন। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে । পুলিশ সদস্যের অপেশাদার আচারণ ও কর্মকাণ্ডের অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু করা হয়েছে। নেয়া হচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা। ইতোমধ্যে এ কমপ্লেইন সেলের মাধ্যমে অনেক অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কমপ্লেইন সেল দিনের ২৪ ঘণ্টাই চালু থাকে। পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্যে ভূক্তভোগীরা কোথায় গিয়ে অভিযোগ করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেন। অনেক সময় বিভিন্ন কারণে ভুক্তভোগীরা অভিযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। তবে এ কমপ্লেইন সেল চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষ এগিয়ে আসছে এবং অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন। জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনও অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা 01769693535, 01769693536 মোবাইল নম্বরে এবং [email protected] ই-মেইলে অভিযোগ করতে পারবেন।
    Like
    10
    0 Σχόλια 0 Μοιράστηκε 239 Views 0 Προεπισκόπηση
  • নতুন ডোমেইনে ইভ্যালি
    এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শুক্রবার (২৮ অক্টোবর) ‘ধন্যবাদ উৎসব’ এর মাধ্যমে ব্যবসায় ফিরছে প্রতিষ্ঠানটি। এদিন রাত ৯টার কিছু সময় পর ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘উই আর ব্যাক’। একইসঙ্গে গুগল প্লেস্টোর থেকে ইভ্যালির অ্যাপ আপডেট করে নেয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়। এর...
    Sad
    Like
    Yay
    2χλμ.
    2χλμ. Σχόλια 0 Μοιράστηκε 3χλμ. Views 0 Προεπισκόπηση
  • Like
    10
    0 Σχόλια 0 Μοιράστηκε 261 Views 0 Προεπισκόπηση
  • মাত্র ১৫ মিনিটে ইভ্যালির সার্ভার ডাউন

    সচল হওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার ডাউন হয়ে গেছে।

    শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৬ মিনিটে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।

    ইভ্যালির ওই পোস্টে গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘আপনাদের ভালোবাসা আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। বহু প্রতীক্ষায় থাকা সকল গ্রাহক একসাথে অ্যাপে প্রবেশের কারণে আমাদের সিস্টেম লোড নিতে ব্যর্থ হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম খুব শিগগিরই বিষয়টি সমাধান করে আপডেট শেয়ার করবে। ইভ্যালির সাথে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’
    #rtv
    মাত্র ১৫ মিনিটে ইভ্যালির সার্ভার ডাউন সচল হওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সার্ভার ডাউন হয়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৬ মিনিটে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়। ইভ্যালির ওই পোস্টে গ্রাহকদের উদ্দেশে বলা হয়, ‘আপনাদের ভালোবাসা আমাদের সবসময়ই অনুপ্রাণিত করে। বহু প্রতীক্ষায় থাকা সকল গ্রাহক একসাথে অ্যাপে প্রবেশের কারণে আমাদের সিস্টেম লোড নিতে ব্যর্থ হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম খুব শিগগিরই বিষয়টি সমাধান করে আপডেট শেয়ার করবে। ইভ্যালির সাথে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’ #rtv
    Like
    Yay
    Love
    13
    2χλμ. Σχόλια 0 Μοιράστηκε 484 Views 0 Προεπισκόπηση
  • অতিরিক্ত কিছুই ভালো না : বুবলী

    শাকিব খান ও শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট নাকি তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন— শোবিজে কান পাতলে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষেরও বিষয়টি জানার আগ্রহের কমতি নেই।

    সম্প্রতি শাকিব খান তার এক সাক্ষাৎকারে বলেছেন, নয় মাস আগে সে (বুবলী) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, নেই সেটা যারা দেখেও না দেখার বা বোঝার ভান করে, সবাইকে কি আমার গিয়ে বুঝিয়ে আসতে হবে?

    এদিকে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে সম্প্রতি আবারও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে আমাদের সবার উচিত সবাইকে সম্মান করে কথা বলা। আমি শাকিব খানকে যথেষ্ঠ সম্মান করি, আমার সন্তান বীরের বাবা তিনি।

    তিনি আরও বলেন, আমার স্বামী তিনি এবং আমরা একই ইন্ড্রাস্ট্রিতে কাজ করি। আমি এটাও জানি ভক্তরা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি দেখান। কিন্তু সবার এটাও বুঝতে হবে আমরা দিন শেষে মানুষ। আমাদেরও পরিবার আছে। তাই অতিরিক্ত কিছুই ভালো না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনিত কোনো কথা না বলাই ভালো। এ ছাড়া তিনি আরও নিজের ক্যারিয়ার ব্যক্তিগত জীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

    জানা গেছে, বর্তমানে বুবলী শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। এতে তার সহশিল্পী ছিলেন সাইমন সাদিক।
    #rtv
    অতিরিক্ত কিছুই ভালো না : বুবলী শাকিব খান ও শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক অটুট নাকি তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন— শোবিজে কান পাতলে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষেরও বিষয়টি জানার আগ্রহের কমতি নেই। সম্প্রতি শাকিব খান তার এক সাক্ষাৎকারে বলেছেন, নয় মাস আগে সে (বুবলী) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, নেই সেটা যারা দেখেও না দেখার বা বোঝার ভান করে, সবাইকে কি আমার গিয়ে বুঝিয়ে আসতে হবে? এদিকে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে সম্প্রতি আবারও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসলে আমাদের সবার উচিত সবাইকে সম্মান করে কথা বলা। আমি শাকিব খানকে যথেষ্ঠ সম্মান করি, আমার সন্তান বীরের বাবা তিনি। তিনি আরও বলেন, আমার স্বামী তিনি এবং আমরা একই ইন্ড্রাস্ট্রিতে কাজ করি। আমি এটাও জানি ভক্তরা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি দেখান। কিন্তু সবার এটাও বুঝতে হবে আমরা দিন শেষে মানুষ। আমাদেরও পরিবার আছে। তাই অতিরিক্ত কিছুই ভালো না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে অসম্মানজনিত কোনো কথা না বলাই ভালো। এ ছাড়া তিনি আরও নিজের ক্যারিয়ার ব্যক্তিগত জীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। জানা গেছে, বর্তমানে বুবলী শুটিং করছেন সরকারি অনুদানে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ নামে একটি সিনেমার। ২৫ অক্টোবর বান্দরবান থেকে সিনেমাটির গানের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। এতে তার সহশিল্পী ছিলেন সাইমন সাদিক। #rtv
    Like
    12
    0 Σχόλια 0 Μοιράστηκε 709 Views 0 Προεπισκόπηση
  • ঋণের প্রথম কিস্তি ডিসেম্বরেই দিতে পারে আইএমএফ

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আগামী ডিসেম্বরেই ঋণ পাওয়ার আশা করছে সরকার। বর্তমানে আইএমএফ এর একটি প্রতিনিধি দল ১৫ দিনের বাংলাদেশ সফরে রয়েছে। বৃহস্পতিবার এনিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রথম বৈঠক শুরু করেছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। বৈদেশিক মুদ্রার (ডলার) এ সংকটময় সময়ে এ ঋণ পেতে কোনো সমস্যার সৃষ্টি করবে না।

    মোট তিন কিস্তিতে এ ঋণ দিবে। বর্তমানে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের ঋণ দেওয়ার শর্তাদি নিয়ে আলোচনা করছে। তবে সব কিছু নির্ভর করবে সংস্থাটির সফররত প্রতিনিধি দলের ওপর।

    এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের শর্ত মেনে নিলে ঋণের প্রথম কিস্তি পাওয়া সহজ হবে। ঋণ পেলেও তা ছাড় হতে হতে আগামী বছরের শুরু হয়ে যাবে।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, সফররত প্রতিনিধি দলের প্রতিবেদন আইএমএফ বোর্ডে জমা দেওয়ার পর তারা সিদ্ধান্ত নিবে।

    আইএমএফ থেকে বাংলাদেশ সবশেষে ২০১২ সালে ঋণ নিয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় এক বিলিয়ন ডলার। ওই সময় ঋণ নেওয়ার আগে কর নীতিতে কিছু সংস্কার এবং ভ্যাট চালু করা হয়। সেই সময় তারা মুদ্রার বিনিময় ও সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই সময়ে ঋণ পাওয়াটা জরুরি। তাই আইএমএফের সব শর্ত মেনে নিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

    আইএমএফ এর হিসেবে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) সরবরাহ করা সাত বিলিয়ন ও শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেখাচ্ছে। তাছাড়া গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) ২০ কোটি, লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) তহবিলে ৩ কোটি ৮৫ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বিমানকে ৪ কোটি ৮০ লাখ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনে আমানত রিজার্ভে দেখানো হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে রিজার্ভে যে অর্থ দেখানো হচ্ছে, সে রিজার্ভ থেকে ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে।

    এতেই শেষ নয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ এখন ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুসরণ করলে রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে।
    #rtv
    ঋণের প্রথম কিস্তি ডিসেম্বরেই দিতে পারে আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আগামী ডিসেম্বরেই ঋণ পাওয়ার আশা করছে সরকার। বর্তমানে আইএমএফ এর একটি প্রতিনিধি দল ১৫ দিনের বাংলাদেশ সফরে রয়েছে। বৃহস্পতিবার এনিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রথম বৈঠক শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। বৈদেশিক মুদ্রার (ডলার) এ সংকটময় সময়ে এ ঋণ পেতে কোনো সমস্যার সৃষ্টি করবে না। মোট তিন কিস্তিতে এ ঋণ দিবে। বর্তমানে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের ঋণ দেওয়ার শর্তাদি নিয়ে আলোচনা করছে। তবে সব কিছু নির্ভর করবে সংস্থাটির সফররত প্রতিনিধি দলের ওপর। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের শর্ত মেনে নিলে ঋণের প্রথম কিস্তি পাওয়া সহজ হবে। ঋণ পেলেও তা ছাড় হতে হতে আগামী বছরের শুরু হয়ে যাবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, সফররত প্রতিনিধি দলের প্রতিবেদন আইএমএফ বোর্ডে জমা দেওয়ার পর তারা সিদ্ধান্ত নিবে। আইএমএফ থেকে বাংলাদেশ সবশেষে ২০১২ সালে ঋণ নিয়েছিল। যার পরিমাণ ছিল প্রায় এক বিলিয়ন ডলার। ওই সময় ঋণ নেওয়ার আগে কর নীতিতে কিছু সংস্কার এবং ভ্যাট চালু করা হয়। সেই সময় তারা মুদ্রার বিনিময় ও সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই সময়ে ঋণ পাওয়াটা জরুরি। তাই আইএমএফের সব শর্ত মেনে নিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আইএমএফ এর হিসেবে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) সরবরাহ করা সাত বিলিয়ন ও শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেখাচ্ছে। তাছাড়া গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) ২০ কোটি, লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) তহবিলে ৩ কোটি ৮৫ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বিমানকে ৪ কোটি ৮০ লাখ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনে আমানত রিজার্ভে দেখানো হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে রিজার্ভে যে অর্থ দেখানো হচ্ছে, সে রিজার্ভ থেকে ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। এতেই শেষ নয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ এখন ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি অনুসরণ করলে রিজার্ভ দাঁড়ায় ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলারে। #rtv
    Like
    11
    0 Σχόλια 0 Μοιράστηκε 964 Views 0 Προεπισκόπηση
  • প্রীতম-শেহতাজের মেহেদি সন্ধ্যা
    প্রীতম-শেহতাজের মেহেদি সন্ধ্যা
    Like
    12
    0 Σχόλια 1 Μοιράστηκε 853 Views 0 Προεπισκόπηση
  • প্রীতম-শেহতাজের মেহেদি সন্ধ্যা
    Like
    11
    0 Σχόλια 0 Μοιράστηκε 249 Views 0 Προεπισκόπηση
  • Top 20 Git Commands With Examples
    git config Usage: git config –global user.name “[name]”   Usage: git config –global user.email “[email address]”   This command sets the author name and email address respectively to be used with your commits. git init Usage: git init [repository name] This command is used to start a new repository. git clone Usage: git...
    Like
    Love
    10
    0 Σχόλια 0 Μοιράστηκε 4χλμ. Views 0 Προεπισκόπηση
  • যেসব খাবারে বাড়ে নারীর সন্তান ধারণের ক্ষমতা
    নারীর প্রজনন ব্যবস্থার মৌলিক অংশ হিসাবে জরায়ু প্রধান ভূমিকা পালন করে। জরায়ুর স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে প্রজনন ব্যবস্থার উন্নতি করে। বর্তমানে নারীর মধ্যে বন্ধ্যাত্ব বা সন্তান ধারণে অক্ষমতার সমস্যা অনেক বেশি বেড়েছে। অনেক নারী পিসিওডি বা পিসিওএসের মতো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রজনন সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করতে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে হবে। আর এর জন্য সবথেকে বেশি...
    Like
    9
    0 Σχόλια 0 Μοιράστηκε 5χλμ. Views 0 Προεπισκόπηση