‘আইওএস ১৬’ হালনাগাদ করল অ্যাপল
১২ সেপ্টেম্বর নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৬’ উন্মুক্ত করল অ্যাপল। কিন্তু শুরুতেই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের সময় সমস্যায় পড়েন অনেক আইফোন ব্যবহারকারী। কারিগরি ত্রুটির বিষয়ে অ্যাপলের কাছে অভিযোগও করেন তাঁরা। সমস্যার সমাধান করতে বাজারে আনার মাত্র দুই সপ্তাহের মধ্যেই ‘আইওএস ১৬’–এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্যমতে, ‘আইওএস ১৬.০২’ নামের হালনাগাদ সংস্করণটিতে ছবি তোলার সময় আইফোনের ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা, আইফোন সেটআপের সময় পর্দা কালো হওয়ার সমস্যা দূর করা হয়েছে। পাশাপাশি রিস্টার্টের পর মোবাইল নেটওয়ার্ক সমস্যারও সমাধান করা হয়েছে।
উল্লেখ্য, আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। কিন্তু নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পর থেকেই বেশ সমস্যায় পড়েছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাই ‘আইওএস ১৬.০২’ সংস্করণ দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা। আইফোনের সেটিংস অপশনে প্রবেশের পর সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Jogos
- Gardening
- Health
- Início
- Literature
- Music
- Networking
- Outro
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness