বলিউডের ইন্ডাস্ট্রিতে এমন অনেক প্রথম সারির নায়ক নায়িকা রয়েছে যাদের ভারতীয় পাসপোর্ট নেই। অথচ বিশ্ব দরবারে এ অভিনয়শিল্পীরাই ভারতের প্রতিনিধিত্ব করছেন। উপার্জন করছেন কোটি কোটি ভারতীয় মুদ্রা।

 
এ তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই দর্শকদের প্রিয় তারকার মুখ। আসুন জেনে নিই, কোন কোন অভিনয়শিল্পীদের ভারতীয় পাসপোর্ট নেই।
 
১. জ্যাকলিন ফার্নান্ডেজ:
বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বর্তমানে প্রেমিক সুকেশের আর্থিক কেলেঙ্কারির কারণে মিডিয়ায় বেশ আলোচিত এই সেলিব্রিটি। তবে আপনি কি জানেন? এ বলি নায়িকার কোনও ভারতীয় পাসপোর্ট নেই। তিনি শ্রীলঙ্কার নাগরিক।

২. ক্যাটরিনা কাইফের:
বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফের বাবা কাশ্মীরি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী এবং মা একজন ইংরেজ আইনজীবী। বহু বছর ধরেই ক্যাটরিনা কর্মসূত্রে ভারতে রয়েছে। বিয়ে করেছেন ভারতীয় অভিনয়শিল্পী ভিকিকে। অবাক লাগলেও সত্যি যে, তার ভারতীয় পাসপোর্ট নেই। পাসপোর্ট অনুযায়ী ক্যাটরিনা হংকংয়ের নাগরিক।

৩. আলিয়া ভাট: 
ভারতীয় পাসপোর্ট না থাকার দলে রয়েছে আলিয়া ভাটেরও নাম। এ অভিনেত্রীর মা সোনি রাজদান ব্রিটিশ বংশোদ্ভূত। তারও মায়ের মতো ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। তাই আলিয়ারও ভারতীয় পাসপোর্ট রাখার অনুমতি নেই।

৪. ইমরান খান:
বলিউড সুপারস্টার ইমরান খানের জন্ম ভারতে নয়। তাই ভারতীয় পাসপোর্ট নেই অভিনেতা ইমরান খানেরও। তবে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছে এই অভিনেতা।

৫. নোরা ফাতেহি:
বলিউডের আইটেম ড্যান্সার ও নায়িকা নোরা ফাতেহিরও ভারতীয় পাসপোর্ট নেই। তিনি বিদেশ ভ্রমণে  কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করেন। যদিও এখন বিশ্ব দরবারে ভারতীয় তারকা হিসেবেই খ্যাতি রয়েছে তার।
 
৬. সানি লিওনি:
বলিউড তারকা সানি লিওনিরও ভারতীয় পাসপোর্ট নেই। তিনি মার্কিন-কানাডার নাগরিক। ভারতীয় কাউকে জীবনসঙ্গী হিসেবেও বেছে নেননি তিনি। তাই সানিরও ভারতীয় পাসপোর্ট রাখার অনুমতি নেই।

সূত্র: এই সময়