ট্রাভেল হিস্ট্রি কিভাবে বাড়াবেন?

0
3K

পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:

 

একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।

 

বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।

 

অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।

 

আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।

 

আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।

 

আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।

 

আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।

 

আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।

 

আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।

 

আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।

#VisaAid

Search
Categories
Read More
Drinks
Swinger Cigar: A Journey Into a Refined World of Cigar Culture
Cigars have long been a symbol of sophistication, luxury, and enjoyment. Whether you are...
By Chetan Kumar 2024-10-24 09:09:23 0 4K
Food
চিকেন রোল পরোটা
উপকরণ : ময়দা ১ কাপ, চিনি ১ চা–চামচ, তেল অথবা ঘি ১ চা–চামচ, ডিম ফেটানো অর্ধেকটা, পানি...
By Nusrat's Kitchen 2022-11-27 02:41:19 1 3K
Shopping
how far Zegna Sneakers Outlet I can go without feeling like
grand tour of high jewelry presentations in Italy culminated this week with a sweep through...
By Janiyah Henderson 2024-05-31 08:21:35 0 3K
Shopping
How To Cut Curtain Bangs By Yourself
Bangs, are usually called fringe bangs, which are strands or locks of hair that fall over the...
By Mslynnhair Mslynnhair 2022-11-28 06:33:59 0 3K
Sports
Falcons dream stud and loser from Week 5 vs. Texans
It was simply what the physician purchased for the Falcons today to obtain their period back on...
By Ulofoshio Ulofoshio 2024-08-14 08:19:21 0 17K