Commandité
সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন মিথিলা
Posté 2022-11-26 01:16:04
0
5KB
দুই বাংলার পরিচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন।
কাজ আর ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত ছিলেন মিথিলা-সৃজিত। এরই মধ্যে হঠাৎ ভেসে আসে তাদের দাম্পত্য কলহের কথা। বাতাসে ছড়িয়ে পড়ে মিথিলার সংসার ভাঙার গুঞ্জন।
গুঞ্জনের শুরুটা অবশ্য, সৃজিত-মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই। তাদের দুটি পোস্ট থেকেই সূত্রপাত। সৃজিত তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। তাতে একটি ফাঁকা জায়গায় মৃত গাছের ছবি। ক্যাপশনে বব ডিলানের ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কথা- ‘দেয়ার ইজ নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ নো নিড ফর ব্লেম।’
গুঞ্জনের শুরুটা অবশ্য, সৃজিত-মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই। তাদের দুটি পোস্ট থেকেই সূত্রপাত। সৃজিত তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। তাতে একটি ফাঁকা জায়গায় মৃত গাছের ছবি। ক্যাপশনে বব ডিলানের ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কথা- ‘দেয়ার ইজ নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ নো নিড ফর ব্লেম।’
এর মধ্যে মিথিলার পোস্ট ঘিরে সন্দেহ দেখা দেয়। মিথিলা ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘হাউ ডু ইউ নো দ্যাট লাভ ইজ রিয়েল? হাউ ডু ইউ নো ইফ ইট ইজ ফেয়ার? হাউ ফার ইউ ট্রাভেল টু ফাইন্ড অ্যান অ্যানসার, বিফোর ইউ নো দ্যাট ইট ইজ নট দেয়ার?’
এরপরই শুরু হয় জল্পনা-কল্পনার। বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মিথিলা। ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন তার মনের কথা।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, অফিসের কাজ নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলেন। তার মধ্যে সংসার ভাঙার বিষয়ে অনেক মেসেজ আর কল পেয়েছেন। বিরক্তও হয়েছেন এ অভিনেত্রী।
এরপরই শুরু হয় জল্পনা-কল্পনার। বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মিথিলা। ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন তার মনের কথা।
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, অফিসের কাজ নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলেন। তার মধ্যে সংসার ভাঙার বিষয়ে অনেক মেসেজ আর কল পেয়েছেন। বিরক্তও হয়েছেন এ অভিনেত্রী।
মিথিলার ভাষায়, ‘ওটা আমার এমনই একটা ফটোশুটের ছবি, তাতে মনে হলো লেখাটা ভালো যাবে। তা ছাড়া সৃজিত যে বব ডিলানের গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দুজনেরই প্রিয়।’
জানা গেছে, সৃজিত মুম্বাইয়ে শুটিং করছেন। গুঞ্জন উড়িয়ে দিয়ে মিথিলা বলেন, ‘এই বছর আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা লাগে। সুতরাং এসব কথায় কান দেওয়ার আমার কোনো সময়ই নেই।’
জানা গেছে, সৃজিত মুম্বাইয়ে শুটিং করছেন। গুঞ্জন উড়িয়ে দিয়ে মিথিলা বলেন, ‘এই বছর আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা লাগে। সুতরাং এসব কথায় কান দেওয়ার আমার কোনো সময়ই নেই।’
Commandité
Rechercher
Recomended
Catégories
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Jeux
- Gardening
- Health
- Domicile
- Literature
- Music
- Networking
- Autre
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Lire la suite
Carsicko Clothing: A New Era in Streetwear
Carsicko Clothing has emerged as a bold and distinctive player in the streetwear fashion scene....
নিষেধাজ্ঞার বেড়াজালে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে জার্মানি
জার্মানিতে বার্ষিক মূল্যস্ফীতির হার শতকরা ১০ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ফলে নাগরিক জীবন আরও কঠিন হয়ে...
নাশতায় যখন স্যান্ডউইচ ও সসেজ
সকালটা শুরু হয় তাড়াহুড়া করে। তাই নাশতায় প্রয়োজন চটজলদি বানানো যায় এমন পদ।
ডিমের...
‘অরোরা সিস্টার্স’ নিয়ে হাজির হচ্ছেন মালাইকা
দর্শকদের সামনে এবার ব্যক্তিগত জীবনের নানা টুকরো ঘটনা নিয়ে হাজির হতে চলেছেন মালাইকা অরোরা। তাই...
Commandité