নিজে যেভাবে ইন্দোনেশিয়ার ভিসা করবেন

0
4K

এজেন্সির সাহায্য ছাড়া নিজে যেভাবে ইন্দোনেশিয়ার ভিসা করবেন - স্টেপ বাই স্টেপ গাইডলাইন  :-
১ - ট্যুরিস্ট ভিসায় আপনার আগ্রহ প্রকাশ করে ইন্দোনেশিয়ার দূতাবাসে একটি ইমেল পাঠাবেন - ([email protected])
২ - ফিডব্যাক মেইলে আপনাকে এপোয়েন্টমেন্ট ডেট দিবে এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সকল ডকুমেন্টস লাগবে তার একটি চেকলিস্ট পাবেন।
৩ - এখন আসি আপনার যে সকল ডকুমেন্টস লাগবে - 
➡️ কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা একটি বৈধ পাসপোর্ট 
➡️‌ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে পূরণ করবেন
➡️ ৩৫*৪৫ সাইজের ছবি; অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।
➡️ কাভার লেটার / ভিসা রিকোয়েস্ট লেটার - আপনি কে, কি করেন, কেন যেতে চান, কত দিন থাকবেন, কোন শহরগুলিতে যাবেন, আপনার সাথে পরিবারের কে কে যাচ্ছে - এসব লিখবেন, আপনার পূর্বের ট্রাভেল হিস্টোরি উল্লেখ করবেন। 
➡️ ব্যাংক স্টেটমেন্ট : এক জনের জন্য মিনিমাম ২০০০ ডলার  ব্যালেন্স সহ লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে। বিজনেস একাউন্টে অবশ্যই প্রতিমাসে ৫/১০ টা লেনদেন থাকতে হবে।
যদি ৩ জন ফ্যামিলি মেম্বার আবেদন করেন তাহলে একজনের ২০০০*৩ ডলার করে স্টেটমেন্ট দেখাতে হব।  সেই সাথে সল্ভেন্সি সার্টিফিকেট দিবেন
➡️ ফ্লাইট বুকিং: শেয়ারট্রিপ অথবা গো জায়ান থেকে নন পেইড টিকেট বুক করবেন আর পেমেন্ট মেথড দিবেন ক্যাশ অন ডেলিভারি। এটা প্রিন্ট করে নিলেই হবে। অন্যথায় কোন এজেন্সি থেকে করে নিবেন।
➡️ হোটেল বুকিং: বুকিং ডট কম অথবা অ্যাগোডা থেকে একটা ননপেইড বুকিং দিবেন; ফিল্টার থেকে বুক উইদআউট ক্রেডিট কার্ড সিলেক্ট করে। 
➡️ ট্রাভেল আইটেনারি : আপনি যেই স্থানে ঘুরতে যাবেন এবং যতোদিন থাকতে চাইবেন সে অনুযায়ী সেখানকার ট্রাভেল আইটেনারি দিবেন। 
➡️ পেশাগত প্রমান : আপনি জব হোল্ডার হলে অবশ্যই এনওসি, অফিস আইডি কার্ডের ফটোকপি লাগবে। 
আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এর নোটারাইজড কপি এবং ভিজিটিং কার্ড ও পেড লাগবে। 
➡️স্পাউস সঙ্গে থাকলে স্পাউসের নাম যদি পাসপোর্টে মেনশন না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজড কপি লাগবে। 
➡️ ট্রাভেল ইন্সুরেন্স
➡️কোভিড-১৯ টিকার সার্টিফিকেট 
➡️লেটার অফ হেলথ ডিকলারেশন
➡️চিকিৎসা ব্যয়ের জন্য সম্মতি পত্র
➡️ যতো বেশি ডকুমেন্টস দিয়ে আপনাকে উপস্থাপন করতে পারবেন ততোবেশি ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৪- সকল ডকুমেন্টস রেডি হলে ইন্দোনেশিয়ার দূতাবাসে চলে যাবেন। ওনারা ফাইল চেক করে আপনাকে ব্যাংক টাকা জমা দেওয়ার রশিদ দিবে।
৫- ভিসা ফি: ১০৮০০ টাকা জমা দিয়ে পুনরায় এম্ভাসিতে আসতে হবে, তাদের কাছে রশিদ জমা দিয়ে পাসপোর্ট ডেলিভারি রিসিট সংগ্রহ করে বাসায় চলে যাবেন। মানে আপনাত্নকাজ শেষ।
৬- পাসপোর্ট কালেক্ট: ডেলিভারি স্লিপে দেওয়া নির্দিষ্ট ডেটে এম্ভাসিতে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করবেন।
যেকোন দেশের ভিসা প্রসেসিং নিজে নিজেই করা সম্ভব।

Love
1
Search
Categories
Read More
Other
Top Men's Watch Price in Bangladesh: Your Ultimate Buying Guide
A watch is more than just a tool to keep time; it’s a personal statement of style, class,...
By Watch Zone 2024-10-17 07:18:29 0 3K
Health
How Proper Keto Will Help You Shed Excess Weight Effectively?
Obesity is a major issue for wellbeing overall these days. There are many reasons individuals...
By Nexagen Male Enhancement 2025-01-27 10:50:00 0 813
Other
Mastering Your Nursing Studies: Top Resources for Assignment Help in Australia
Nursing studies can be both intellectually demanding and emotionally fulfilling, requiring...
By Steve Austin 2024-11-06 06:22:04 0 3K
Health
Size MD+ MALE ENHANCEMENT Gummies UK: Reviews & Last Thoughts [2025]
SizeMD+ UK - In the current fast world, various men face challenges associated with their sexual...
By Manhood Plus 2025-02-16 18:53:07 0 220
Shopping
the ultimate go to Louis Vuitton Bags carry on style with several
Quick disclaimer I'm told this runs big and that you can size down one size in this. the in the...
By Sofia Payne 2025-01-31 16:54:40 0 1K