টুইটার ও মেটার পর এবার কর্মী ছাঁটাই শুরু করেছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে ধারণা করা হচ্ছে, যা এর মোট জনশক্তির প্রায় তিন শতাংশ। 

বুধবার (১৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি হারানোর কথা সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে জানিয়েছেন অ্যামাজনের কর্মীরা। 

অ্যামাজনের অধীনে অ্যালেক্সা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লুনা ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম ও কিন্ডল ই-রিডারের পেছনে থাকা ল্যাব১২৬ এর কর্মীরা চাকরিচ্যুত হওয়ার কথা জানিয়েছেন। 

মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের কথা জানিয়ে আগেই নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছিল অ্যামাজন। এছাড়াও কিছু কিছু নতুন প্রজেক্টও বন্ধ করে দেয়া হয়েছে। 

গত মাসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেফ বেজোস বলেছিলেন, সংকটের জন্য প্রস্তুতি নেয়ার সতর্কতা সংকেত পাঠাচ্ছে মার্কিন অর্থনীতি। 

উল্লেখ্য, অনলাইন কেনাবেচা কমে যাওয়ায় এ বছর অ্যামাজনের শেয়ারের দরপতন হয়েছে ৪০ শতাংশেরও বেশি। 

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় হাজার হাজার কর্মী ছাঁটাই করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। গত সপ্তাহে মোট জনশক্তির ১৩ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। ফলে চাকরি হারান প্রতিষ্ঠানটির ১১ হাজার কর্মী। 

এর আগে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেন প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক।