সিরিয়া সম্পর্কে রাসুলুল্লাহর (সা.) ভবিষ্যদ্বাণী

0
4Кб

বর্তমান সিরিয়ার প্রাচীন ও ঐতিহাসিক নাম হলো শাম। বিভিন্ন হাদিসে শাম সম্পর্কিত যেসব বর্ণনা পাওয়া যায় সে শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে কিছুটা বিস্তৃত ছিল। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এবং লেবানন নিয়ে তখনকার শাম গঠিত ছিল। তবে বর্তমান সিরিয়া প্রাচীন শামের প্রধান ও সর্ববৃহৎ অংশ হওয়ায় সিরিয়াকেই শাম বলা হয়। শামের অন্যতম বৈশিষ্ট্য, পৃথিবীর বেশিরভাগ নবী-রাসুল এ অঞ্চলেই আগমন করেছেন এবং এখানেই কেয়ামতের দিন মানুষ সমবেত হবে। এছাড়াও রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে শাম বা সিরিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। তার কয়েকটি নিম্নে উল্লেখ করা হলো।

(১) মুয়াবিয়া (রা.) বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী (সা.) কে বলতে শুনেছি, ‘আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর দ্বীনের ওপর অটল থাকবে। তাদের যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি কেয়ামত আসা পর্যন্ত তারা এ অবস্থার ওপর থাকবে।’ উমাইর ইবনে হানি (রা.) মালিক ইবনে ইউখামিরের বরাত দিয়ে বলেন, মু’আজ (রা.) বলেছেন, ওই দলটি সিরিয়ায় অবস্থান করবে। মুয়াবিয়া বলেন, মালিক (রা.) এর ধারণা যে, ওই দলটি সিরিয়ায় অবস্থান করবে বলে মু’আজ (রা.) বলছেন। (বোখারি : ৩৬৪১)। তাবরানির বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) স্বয়ং বলেছেন যে, তারা হবে সিরিয়াবাসী।

(২) ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘হে আল্লাহ! আমাদের শামে (সিরিয়া) ও ইয়ামেনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদেও। তিনি পুনরায় বললেন, হে আল্লাহ! আমাদের শাম দেশে ও ইয়ামেনে বরকত দান করুন। লোকেরা আবারও বলল, আমাদের নজদেও। তখন তিনি বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফেতনা-ফ্যাসাদ; আর শয়তানের শিং সেখান থেকেই বের হবে (তার উত্থান ঘটবে)’। (বোখারি : ১০৩৭)।

(৩) আবদুল্লাহ ইবনু হাওয়ালা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে ইবনে হাওয়ালাÑ তুমি যখন দেখতে পাবে যে, খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে (বিভিন্ন বর্ণনার আলোকে হাদিস বিশারদদের মন্তব্যÑ পবিত্র ভূমি বলতে শাম বা সিরিয়াকে বোঝানো হয়েছে) তখন মনে করবে যে কেয়ামত-পূর্ববর্তী ভূমিকম্প এবং ঐতিহাসিক বিপর্যয় ও বড় বড় ঘটনাবলি প্রকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে। আমার এ দুই হাত তোমার মাথার যত কাছাকাছি, তখন কেয়ামত তার চেয়েও নিকটবর্তী হয়ে যাবে।’ (মুসনাদে আহমাদ : ২২৪৮৭, আবু দাউদ : ২৫৩৫)।

(৪) মুয়াবিয়া ইবনু কুররা (রা.) থেকে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন সিরিয়াবাসী খারাপ হয়ে যাবে তখন তোমাদের (মুসলমানদের) মাঝে আর কোনো কল্যাণ থাকবে না। তবে আমার উম্মতের মধ্যে একটি দল সব সময়ই সাহায্যপ্রাপ্ত (বিজয়ী) থাকবে। যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কেয়ামাত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। (তিরমিজি : ২১৯২)।

(৫) আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, তখন আল্লাহ তায়ালা দামেস্ক থেকে মাওয়ালিদের সমন্বয়ে গঠিত একটি সেনাবাহিনী পাঠাবেন। তারা হবে সমগ্র আরবে সর্বাধিক দক্ষ অশ্বারোহী এবং উন্নততর সমরাস্ত্রে সজ্জিত। আল্লাহ তায়ালা তাদের দ্বারা দ্বীন ইসলামের সাহায্য করবেন। (সুনানে ইবনে মাজাহ : ৪০৯০)। ‘মাওয়ালি’ একাধিক অর্থবিশিষ্ট শব্দ। অনেকের মতে, এখানে মাওয়ালি বলতে প্রাচীন মুসলিমদের হাতে ইসলাম গ্রহণকারী অমুসলিম বংশোদ্ভূত মুসলিমদের বুঝানো হয়েছে।

(৬) নাওওয়াস ইবনু সাম’আন (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একদা রাসুলুল্লাহ (সা.) দাজ্জাল সম্পর্কে (বিস্তারিত) আলোচনা করলেন। (এক পর্যায়ে) তিনি বললেন, অতঃপর ঈসা ইবনু মারইয়াম দামেস্ক নগরীর পূর্বদিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন।’ (মুসলিম : ৭২৬৩)।

(৭) সালিম ইবনু আবদুল্লাহ (রা.) থেকে তার বাবা বর্ণনা করেছেন, তিনি (আবদুল্লাহ) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেয়ামাতের আগে হাজরামাওত থেকে অথবা হাজরামাওতের সাগরের দিক থেকে শিগগিরই একটি অগ্ন্যুৎপাত হবে এবং তা মানুষকে একত্র করবে। সাহাবিরা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসুল (সা.)! তখন আমাদের কি করার জন্য নির্দেশ দেন? তিনি বললেন, তোমরা শামে অবস্থান করবে। (জামে আত-তিরমিজি : ২২১৭)। এখানে উল্লেখিত অগ্ন্যুপাত বলতে কেয়ামতের সর্বশেষ আলামতের কথা বলা হয়েছে। যার পর মানুষ সিরিয়ায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হবে।

(৮) বাহাজ ইবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলেছিলাম, আমাকে আপনি কোথায় অবস্থানের নির্দেশ করবেন? তিনি বলেছেন, এখানে। তখন তিনি হাত দিয়ে সিরিয়ার দিকে ইঙ্গিত করছিলেন। তিনি আরও বলেন, নিশ্চয় তোমাদের হাশর হবে সিরিয়ায়। (মুসনাদে আহমাদ : ২০০৫০)।

 
Like
3Кб
Спонсоры
Поиск
Категории
Больше
Film
ক্যাটরিনা কোনো কাজের নয় : দীপিকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের...
От RTV News 2022-10-30 05:02:10 0 3Кб
Игры
World of Warcraft Dragonflight Pre-Patch Launches October 25
World of Warcraft players are excitedly anticipating the new Dragonflight expansion and the...
От classicgold igvwow 2022-11-17 00:48:05 0 4Кб
Shopping
How To Choose A Suitable 360 Lace Front Human Hair Wig
360 Lace Front Wigs Is Becoming More And More Popular Among Users Of Human Hair Products With Its...
От Mslynnhair Mslynnhair 2022-11-17 06:51:50 0 3Кб
Без категории
মুক্ত হলেও কতটা উড়তে পারবে মাস্কের পাখি টুইটার?
টুইটারের লোগোতে রয়েছে একটি নীল পাখির ছবি। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার পর বিশ্বের শীর্ষ...
От Somoy Television 2022-10-30 04:49:14 0 3Кб
Networking
Understanding Rocket Game Volatility: What You Need to Know
Rocket games have become increasingly popular in the world of online gaming, offering players a...
От Alena Bauch 2024-09-27 11:59:22 0 4Кб