গত বছর মা হয়েছেন শ্রিয়া সরন। মাতৃত্বকালীন বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই দক্ষিণি নায়িকা। বহুল প্রতীক্ষিত `দৃশ্যম টু' ছবিতে তাঁকে দেখা যাবে। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ ছবিটি দারুণভাবে সফলতা পেয়েছিল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অজয়ের স্ত্রীর চরিত্রটি করেছিলেন শ্রিয়া।

এই ছবির সিকুয়েল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুবই উত্তেজিত। সাত বছর ধরে নন্দিনী চরিত্রটি সত্যিকে চেপে রেখে দমবন্ধ অবস্থার মধ্যে কীভাবে বেঁচে আছে, তা এই ছবিতে দেখানো হয়েছে। নন্দিনীর মাধ্যমে আমি আবারও পর্দায় জীবন্ত হয়ে উঠেছি। ‘দৃশ্যম টু’ দারুণভাবে নির্মাণ করা হয়েছে। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

দক্ষিণের পাশাপাশি বলিউড ছবিতেও কাজ করেছেন শ্রিয়া। নিজের চলচ্চিত্র সফর নিয়ে তিনি খুশি। এই অভিনেত্রী বলেছেন, ‘আমি মনে করি, অভিনয়ে ভাগ্যের ভূমিকা আছে। এ ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও সুযোগ পেয়েছি। আমার সঙ্গে যা যা ভালো ঘটেছে, তার জন্য কৃতজ্ঞ। যা পাইনি, তা নিয়ে বেশি ভেবে লাভ নেই। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই চেষ্টা করতে পারি, আগে ছবি নির্বাচনে যে ভুল করেছিলাম, তা আর দ্বিতীয়বার যেন না করি।’

মা হওয়ার পর নায়িকারা আবারও কাজের সুযোগ পাচ্ছেন। তাঁদের ছবির মূল নায়িকা হিসেবে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হলেন কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, কাজল, ঐশ্বরিয়া রাই বচ্চন।

 

এ প্রসঙ্গে শ্রিয়া বলেন, ‘মাঝে একটা সময় এসেছিল বিয়ে করে মা হওয়ার পর নায়িকারা নিজেরাই অভিনয়জগৎ থেকে বিদায় নিতেন। তাঁদের কথা মাথায় রেখে কাহিনি লেখা হতো না। কিন্তু এখন আর তা হয় না। এখন চল্লিশোর্ধ্ব অভিনেত্রীদের কথা ভেবে গল্প লেখা হচ্ছে। তাই সবাই কাজের সুযোগ পাচ্ছে। অভিনেত্রী বিবাহিত কি না, এসব নিয়ে এখনকার দর্শক মাথা ঘামায় না।’