إعلان مُمول

ঢাকায় আসতে নোরা ফাতেহিকে চার শর্ত

0
4كيلو بايت

চারটি শর্তে বলিউড তারকা নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ নামের একটি প্রামাণ্যচিত্রের শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তার। 

মঙ্গলবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম চারটি শর্তসহ নোরাকে ঢাকায় আসার অনুমতির চিঠি দেন। 

শর্তগুলো হলো-

১. নোরা ফাতেহিকে ১৮ নভেম্বর অর্থাৎ এক দিন বাংলাদেশে অবস্থান করে ডকুমেন্টরির শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

২. সংশ্লিষ্ট প্রযোজক অনুমোদনপ্রাপ্ত অভিনেত্রীর জন্য যথানিয়মে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বা উপহাইকমিশন থেকে ভিসা সংগ্রহ করবেন।

৩. প্রযোজক কর্তৃক বিদেশি অভিনেত্রীর সঙ্গে সম্পাদিত চুক্তিমূল্য, বিমান ভাড়া, হোটেল ভাড়া (থাকা খাওয়াসহ) এবং যাতায়াত ভাড়ার উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে। যার প্রমাণ পরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে দেখাতে হবে। তা না হলে প্রামাণচিত্রটি সেন্সরের জন্য বিবেচনায় আনা হবে না।

এতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হবে না।

এই চার শর্তের কোনোটি লঙ্ঘন হলে এই প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই চূড়ান্ত বলে গণ্য হবে বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে।

তবে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিঠিতে শুধু প্রামাণ্যচিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে এ যাত্রায় ঢাকার দর্শকরা নোরার নাচ দেখতে পারাটা অনিশ্চিতই থাকছে।

চলতি বছরের ডিসেম্বর মাসে তাকে আনার উদ্যোগ নিয়েছিল মিরর গ্রুপ। গত ১১ আগস্ট মিরর গ্রুপের পক্ষ থেকে তা জানানো হয়েছিল। কিন্তু ডলার সংকটকে কারণ দেখিয়ে তখন সরকার সে আবেদন ফিরিয়ে দেয়।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় নোরার। নৃত্যশিল্পী থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে তার কদর এখন তুঙ্গে। 

ইতিমধ্যে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর অফিশিয়াল থিম সং 'লাইট দ্যা স্কাই'য়ে অংশ এই বলিসুন্দরী।

Like
12
إعلان مُمول
البحث
الأقسام
إقرأ المزيد
Shopping
Audemars Piguet Royal Oak Concept Tourbillon "COMPANION"
      Audemars Piguet Collaborates with Hit Artisan KAWS on Subversive Royal Oak...
بواسطة Yexra Yexra 2024-11-20 05:53:14 0 948
Sports
Experience the Thrill of Cricket with Ready Anna: Your Go-To Demo ID Platform
Introduction to the world of Cricket Cricket isn’t just a sport; it’s a passion that...
بواسطة Reddy Anna 2024-11-05 06:42:31 0 2كيلو بايت
غير مصنف
আসছে নতুন সেবা ‘বিনিময়’ - বিকাশ থেকে টাকা যাবে রকেটে
বিকাশ থেকে রকেটে, টাকা যাবে নিমেষে। এমন দিন শিগগির আসছে। শুধু বিকাশ-রকেটের মতো মোবাইলে আর্থিক...
بواسطة Prothom Alo 2022-11-07 05:57:11 0 4كيلو بايت
أخرى
The Ultimate Guide to Standard Lamp Shades
When it comes to interior design, lighting plays a crucial role in setting the mood and...
بواسطة Fenchel Shades 2024-11-21 09:23:28 0 2كيلو بايت
Fitness
সন্তান জন্মের পর থেকেই বিষণ্ণতায় ভুগছি, কী করি
পাঠকের এই প্রশ্নের পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড হাসপাতালের ডার্মা‌টোল‌জিস্ট এবং...
بواسطة Sabrina Khan 2022-09-24 02:20:49 0 4كيلو بايت