টুইটারে কর্মীদের গণছাঁটাই করছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। তিনি প্রতিষ্ঠানটির ভারত অফিসের ৯০ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছেন।

ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

নানা নাটকীয়তা শেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ শীর্ষ তিন কর্মকর্তাকে বরখাস্ত করেন ইলন মাস্ক। সেই সঙ্গে খরচ কমানোর জন্য টুইটারের অনেক কর্মীকে ছাঁটাই করেন বিশ্বের এ শীর্ষ ধনী। এর অংশ হিসেবে তিনি ভারত অফিসের বিশাল সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করেন।
টুইটারের ভারত অফিসে ২০০ জনেরও বেশি কর্মী নিযুক্ত ছিলেন। এর মধ্যে বর্তমানে প্রায় এক ডজন কর্মীর চাকরি বহাল আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ব্লুমবার্গকে এ কথা জানিয়েছে।

ভারতীয় অফিসে যেসব কর্মী চাকরি হারিয়েছেন তাদের মধ্যে ৭০ শতাংশই প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিমে কাজ করতেন। এ ছাড়া পুরো মার্কেটিং, পাবলিক পলিসি এবং করপোরেট কমিউনিকেশনের টিমের কর্মীদের ছাঁটাই করা হয়েছে।

টুইটারের খরচ কমানোর জন্য এ সপ্তাহে মাত্র একটি ই-মেইলের মাধ্যমে প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করা হয়। এমনকি চাকরি যে আর নেই তা টুইটারের এসব কর্মী তখন বুঝতে পারেন যখন তারা দেখেন যে, কোম্পানি অভ্যন্তরে ব্যবহৃত ই-মেইল ও স্ল্যাকের সিস্টেমে হঠাৎ করে  আর অ্যাক্সেস করতে পারছেন না।

এ বিষয়ে মন্তব্যের জন্য টুইটার কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

টুইটার সংশ্লিষ্টদের মতে, মাস্কের গণছাঁটাই অভিযানের পর টুইটারে বর্তমানে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী আছেন। আর এসব কর্মীর ওপর কাজের ব্যাপক চাপ পড়ছে। এমনকি কিছু কিছু কর্মী কাজ শেষ করে অফিসেই দিনরাত পার করছেন, ঘুমাচ্ছেনও অফিসেই।