ক্ষমা চাইলেন টুইটারের জনক জ্যাক ডরসি
মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা বদলের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটিতে চলছে গণছাঁটাই। প্রথমে পরিচালনা পর্ষদ ছেঁটে দেয়ার পর, এক ধাক্কায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন নতুন মালিক ইলন মাস্ক। তিনি নিজেই বসেছেন প্রধান নির্বাহী কর্মকর্তার আসনে।
একের পর এক ইমেইল বার্তায় টুইটারের কর্মীরা জানতে পারছেন, আগামীকাল থেকে তাদের আর অফিস আসার প্রয়োজন নেই। অনেক অফিসে নামিয়ে রাখা হয়েছে শাটান। অর্থাৎ কেউ অফিসে গেলেও ভেতরে প্রবেশ করতে পারছেন না। বলা হচ্ছে কার্যালয় বন্ধ।
টুইটারের অন্দরে যখন ছাঁটাই ও পরিবর্তন নিয়ে তোলপাড়, ঠিক সেই সময়েই মুখ খুললেন এর জনক জ্যাক ডরসি। অনেক ভালোবেসে আর যত্ন নিয়ে টুইটার গড়ে তুললেও ধরে রাখতে পারেননি। মালিকানা বিক্রি করে দিতে হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে।
সেই ডরসি সরাসরি ক্ষমা চাইলেন টুইটার কর্মীদের কাছে। গণছাঁটাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট- টুইটারকে অত্যাধিক তাড়াতাড়িই বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন জ্যাক ডরসি।
টুইটারে এক বার্তায় জ্যাক ডরসি বলেন, টুইটারের পুরনো ও নতুন কর্মীরা শক্তিশালী ও দারুণ প্রাণোচ্ছল। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা সব সময় ঠিক রাস্তা খুঁজে বের নেন। আমি বুঝতে পারছি অনেকে আমার উপরে রেগে আছেন।
তিনি আরও লেখেন, আজ সকলে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তার জন্য আমি দায় স্বীকার করে নিচ্ছি। আমি খুব দ্রুত সংস্থার আকার বৃদ্ধি করেছিলাম। এর জন্য আমি ক্ষমা চাইছি। যারা টুইটারে কাজ করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ ও অনেক ভালবাসা।
টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে তুলে দিলেও, ডরসি এখনও টুইটারের শেয়ারহোল্ডার। বর্তমানে তিনি নিজের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ‘ব্লুস্কাই’ নিয়েই মহাব্যস্ত।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness