Canva pro vs Photoshop

0
7KB

অনেকই আছেন যারা প্রো গ্রাফিক ডিজাইনার যারা ফটোশপ ইলাস্ট্রেটর এবং অন্যান্য গ্রাফিক্স ডিজাইন টুলে পারদর্শী। একটা জিনিস ভুলে গেলে চলবে না আমরা যারা পাঁচ বছর আগে থেকে গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার শুরু করেছি শুধুমাত্র তারা কিন্তু এই প্রতিযোগিতায় নেই। আমাদের সাথে প্রত্যেকদিন যুক্ত হচ্ছে নতুন নতুন ইউজার। সকলেই চেষ্টা করছে গ্রাফিক ডিজাইন নিয়ে ফিনান্সিয়াল স্বাধীনতা তৈরি করার অথবা কোন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করবার। তাই যারা নতুন নতুন আমাদের এই যাত্রায় যুক্ত হচ্ছে তারা সকলে কিন্তু কমপ্লেক্স সফটওয়ার গ্রাব করতে বার শিখতে স্বাচ্ছন্দবোধ নাও করতে পারে। সময় লাগতে পারে আপনার আমার চেয়ে অনেক বেশি। এর ফলে তাদের ফ্রিল্যান্সিং এর স্বপ্ন এবং গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন অনেকটাই দূরবর্তী হয়ে যায়। এছাড়াও ভালো মানের ফটোশপ রিসোর্সেস পাওয়াটাও অনেকটা কষ্টকর হয়ে যায় বিগিনারদের জন্য।

ফটোশপ সম্পর্কে কম-বেশি সত্যি মিথ্যা সকলেই জানেন। কিন্তু আজ আমি আপনাদের ক্যানভা নিয়ে কিছু কথা বলব যেগুলো মানতে কষ্ট হলেও সত্যি।

 

ক্যানভার ইউজার কারা?

আপনি যদি গ্রাফিক ডিজাইন ফিল্ডে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি খুব শীঘ্রই অল্প টাকা ইনকামের মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় তবে ক্যানভা আপনার জন্য।

আপনি যদি ছোট বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার যদি ডিজাইনার হায়ার করার ক্ষমতা না থাকে তাহলে ক্যানভা আপনার জন্য।

আপনি যদি আইডি সেক্টরে কাজ করে থাকেন বা নন গভমেন্ট সেক্টরে কাজ করে থাকেন তাহলে অফিসের কাজের জন্য canva আপনার জন্য।

আপনি যদি প্রাইভেট টিউটর বা শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার পেশার জন্য canva প্রয়োজন।

আপনার যদি কম্পিউটার সেন্টার থাকে তাহলে আপনার canva প্রয়োজন।

Last but not the least, আপনি যদি ফটোশপেও কাজ করে থাকেন তবে চুপি চুপি ক্যানভাও ইউজ করতে পারেন।

 

৭ টি অজানা কারণ যার জন্য আপনি ক্যানভা শিখবেন এবং ব্যবহার করবেনঃ

খুঁজে পাওয়া সহজঃ

একদম বিগিনার হিসাবে ফটোশপ ডাউনলোড করতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। ভাইরাস যুক্ত ফাইল ডাউনলোড হয়ে গিয়ে কম্পিউটারের অবস্থা ভাঙা ডিমের মতন হয়ে যায়। সঠিকভাবে না জানলে কয়েকটি লম্বা ইউটিউব ভিডিও দেখার পর আপনি হয়তো সফলভাবে Crack ফটোশপ ডাউনলোড করতে সক্ষম হবেন। আসল ফটোশপের সাবস্ক্রিপশন বিগিনার ডিজাইনারদের হাতের নাগালের বাইরে। আপনি ফটোশপ নিয়ে গলাবাজি করলেও আসল ফটোশপের সাবস্ক্রিপশন আছে এমন লোক গ্রুপে কমই পাবেন। 

যেখানে ক্যানভা ডিরেক্টলি গুগল ক্রমে এক্সেস করতে পারবেন। সার্চ করুন, লগইন করুন খেলা শুরু ।

প্যারা না খাওয়া ইন্টারফেসঃ

অনেক টিউটোরিয়াল দেখে কম্পিউটার ফরম্যাট করে ফটোশপ ইন্সটল করলেন। বিগিনার যারা আছেন তারা যখনই ফটোশপের ইন্টারফেস খুলবেন তখনই কিন্তু আপনি একটু অবাক হয়ে যাবেন। মাথায় আসবে কবে এইসব টুলগুলো ব্যবহার করতে শিখব আর কবে আমি কাজ শুরু করব। ডান পাশে বা পাশে উপরে চারিদিকে অপশন আর অপশন।

ক্যানভাতে লগইন করুন আপনার সামনে সবকিছু রেডি। এলিমেন্ট এর মধ্যে যান যা চাইবেন সার্চ করে খুঁজে নেবেন। লিমিটেড কিন্তু কার্যকরী অপশন যেগুলো আপনার চোখের সামনেই থাকবে। কোন অপশনের কি কাজ, কোন অপশনটি কোথায় আছে খুঁজে পেতে আপনার কোন রকম অসুবিধা হবে না।

টেমপ্লেট ভান্ডারঃ

ক্যানভাকে অনেকেই বলেন টেমপ্লেট এডিটর। ক্যানভাতে যারা কাজ করেন অনেকেই তাদের অযথা টেমপ্লেট এডিটর না জানি কত কিছু বলে হাস্য বিদ্রুপ করেন। আমরা যারা ফটোশপ ইউজ করি তারাও কিন্তু Envato Elements এবং ফ্রি পিক এর মতন স্টক ওয়েবসাইটে সেই টেমপ্লেট গুলোই ডাউনলোড করি যেগুলোকে আমরা মকআপ বলে জানি। তাহলে আমরাও কি একপ্রকার টেমপ্লেট এডিটর নই? আজ আপনি Envato Elements এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন ফটোশপ ইলাস্ট্রেটর এর পাশাপাশি ক্যানভাও কিন্তু জায়গা করে নিয়েছে। ওইসব ওয়েবসাইটে এখন কানভার টেমপ্লেটগুলোও সেল হতে দেখা যাবে।

আমরা ডিজাইনারের চেয়ারটা ছেড়ে দিয়ে যদি ছোট বিজনেস ওনারের চেয়ারে গিয়ে বসি যার হাতে এক্সট্রা ডিজাইনার হায়ার করার সামর্থ্য নেই, যার কাছে ডিজাইন শেখার সময় নেই, একবার বুকে হাত দিয়ে বলুন তো তার বিজনেস শুরু করতে বা রান করতে টেমপ্লেট তাকে সাহায্য করবে কিনা। একবার বুকে হাত দিয়ে বলুন তো তার কাছে ফটোশপটা সহজ হবে নাকি ক্যানভাস সহজ হবে?

ডিজাইন রিসোর্সেসঃ

ফটোশপের ডিজাইন করতে গেলে আমাদের সাথে আরো কয়েকটা এমন ওয়েবসাইটের দরকার হয় যেখানে আমরা ট্রান্সপারেন্ট পিএনজি খুজে থাকি। কারণ ফটোশপে কাজ করতে গেলে ট্রান্সপারেন্ট এলিমেন্ট ছাড়া কোন ডিজাইন প্রফেশনাল হয় না। এই কারণে ফটোশপের পাশাপাশি আমরা ডিজাইনাররা অনেক ওয়েবসাইট গুলো বুকমার্ক করে রাখি শুধু মাত্র রিসোর্সের কারণে।

ক্যানভাতে কিন্তু একটা এলিমেন্ট বলে সেকশন আছে যেখানে আপনি সমস্ত ধরনের রিসোর্সেস একই জায়গাতে পেয়ে যাবেন তার জন্য আলাদা কোন ওয়েবসাইট ব্যবহার করার দরকার হবে না।

কঠিন কাজ কে সহজ করাঃ

এমন কিছু কিছু কাজ আছে যেগুলো ফটোশপে সত্যিই আয়ত্ত করা খুবই কঠিন। উদাহরণ স্বরূপ বলতে পারি ব্যাকগ্রাউন্ড আর রিমুভ। ফটোশপে চার থেকে পাঁচ রকমের ব্যাকগ্রাউন্ড রিমুভ পদ্ধতি আছে। যারা আয়ত্ত করতে পেরেছেন খুবই ভালো। যারা আয়ত্ত করার চেষ্টা করছেন একমাত্র তারাই জানেন এগুলো আয়ত্ত করা কতটা কঠিন এবং কতটা ধৈর্য।

আমার কথা শুনে আপনি আজই ক্যানভাতে একটা ফটো আপলোড করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখুন আপনার কতটা সহজে সেই কাজটি কমপ্লিট হয়। এখন ক্যানভা এআইয়ের মাধ্যমে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ও রিমুভ করার অপশন নিয়ে এসেছে। আপনি যে কোন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাজিক গ্র্যাব option ব্যবহার করে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন এলিমেন্ট কে তুলে নিয়ে আসতে পারেন। অবশ্যই ফটোশপের মধ্যে আরো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উন্নত পদ্ধতি আছে। একবার ভেবে দেখুন আপনার আমার মতন সকলের কি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পড়ে?

শুধুমাত্র এই কাজগুলোই নয় আরো কিছু কিছু কাজ খুবই সহজে ক্যানভা দিয়ে করা যায়।

টিম হিসাবে কাজ করাঃ

আমরা যারা ফটোশপ ইউজার তারা ভালো করেই জানি একটা ডিজাইনে চেঞ্জেস নিয়ে আসতে হলে ফটোশপের ফাইল গুলোকে কতবার আর কত আলাদা আলাদা নামে সেভ করে রাখতে হয় আর এগুলোও জানি পিএসডি ফাইলগুলোর সাইজ কত বড় হতে পারে। তাই Team নিয়ে যখন কাজ করতে হয় তখন আমাদের প্রত্যেকের চেঞ্জেস বা প্রত্যেকের ডিজাইন দেখতে গেলে কম্পিউটারের সাথে সাথে মেইলগুলো, ড্রাইভগুলো ভর্তি হতে থাকে। অথবা google মিট, জুম এর মতন সফটওয়্যার ইউজ করে মিটিং ক্রিয়েট করতে হয়।

যেখানে ক্যানভাতে যে কোন ডিজাইনের লিঙ্ক আপনি আপনার টিমের সাথে শেয়ার করলেই প্রত্যেকটা টিম মেম্বার কোথায় কাজ করছে লাইভ দেখতে পারবেন সাথে কমেন্ট করতে পারবেন। যেমন আমি আমার ছাত্র-ছাত্রীদের কোন ডিজাইন প্র্যাকটিকাল দিলে সেই ডিজাইনকে আমি লাইভ চেক করতে পারি এবং দেখতে পারি আমার ছাত্র-ছাত্রীরা কোথায় ডিজাইন করছে এবং কি ডিজাইন করছে। তারা যদি কোন ভুল করে আমি লাইভ কমেন্ট করতে পারি এবং তাদের গাইড করতে পারি।

ডিজাইন ছাড়াও অনেক কিছুঃ

আপনি কি ফটোশপে ৩০ সেকেন্ডের একটা অ্যানিমেশন বানাতে পারবেন?

আপনি কি ফটোশপে 30 মিনিটের মধ্যে একটা ৩০ পাতার প্রেজেন্টেশন বানাতে পারবেন?

আপনি কি ফটোশপে কোন ভিডিও এডিট করতে পারবেন?

আপনি কি আপনার শিক্ষকতার জন্য হোয়াইটবোর্ড ফটোশপে তৈরি করতে পারবেন?

শুধু এই কয়েকটি প্রশ্নই নয় এমন আরো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর ফটোশপ দিয়ে আমরা পাবো না। কেন ভাতে আমরা গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আরো এমন কিছু জরুরী কাজ কমপ্লিট করে নিতে পারি যেটা আমাদের অনেক দরকার পড়ে।

অবশ্যই ফটোশপে এমন কিছু হিউজ ইউজ কেস আছে যেগুলো শুধুমাত্র তাকে ফটোশপ বানিয়েছে এবং তার জন্য একটা হিউজ ইউজার এবং ফ্যান পেজ তৈরি হয়েছে। আমাদের দেখার দৃষ্টিভঙ্গি টা একটু পরিবর্তন করা দরকার। আমরা যারা ফটোশপ জানি তাদের ব্রেনের মধ্যে এটা ঢুকে বসেই আছে যে সকলের ফটোশপ প্রয়োজন এবং ফটোশপ জানা ডিজাইনার প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে কখনোই অন্যের জায়গাতে বসে চিন্তা করি না।

আমি আমার স্টুডেন্টদের সব সময় বলি প্রত্যেকটা সফটওয়্যার টুলস আলাদা আলাদা, তাদের ব্যবহার আলাদা আলাদা, তাদের অডিয়েন্স আলাদা আলাদা। বুদ্ধিমত্তার কাজ হল যে কাজটি যে টুলসের মাধ্যমে সহজ এবং প্রফেশনাল হবে সেই কাজটি সেই টুলস ব্যবহার করে তৈরি করা।

আসুন গ্রাফিক্স ডিজাইন কে সকলের মধ্যে ছড়িয়ে দিন। সকলকে উদ্বুদ্ধ করি এই ক্রিয়েটিভ জার্নিতে। শিখতে দিন সহজ থেকে কঠিন যত টুলস। যারা বিগিনার হিসাবে ডিজাইন ফিল্ডে এসেছেন তাদেরকে সঠিক গাইডেন্স দিই। আমার ছাত্র ছাত্রীরা ক্যানভাস শিখে সকলেই কিন্তু কম পরিমাণ হলেও ইনকাম শুরু করেছে। অবশ্যই এটাও মনে রাখতে হবে বেশি ইনকামের জন্য আপনার স্কিলকে আরো উন্নত করতে হবে।

Rechercher
Catégories
Lire la suite
Sports
Blockchain for AI Model Provenance: Trusting the Origin of Intelligence
As Artificial Intelligence (AI) systems become more powerful and embedded in everyday life, one...
Par Jhon Stone 2025-04-02 09:31:58 0 544
Health
Welche Vorteile bietet die langfristige Einnahme von Keto Plus?
Keto Plus Die ketogene Diät ist sowohl anregend als auch äußerst effektiv bei der...
Par Proper Keto 2025-01-27 12:14:34 0 1KB
Networking
New Fully Funded Scholarship in Australia 2024-25: A Comprehensive Guide
Introduction The landscape of international education is constantly evolving, and Australia...
Par Mahadev Book 2024-10-01 11:07:15 0 6KB
Health
What are the Benefits of using Treme Skin Tag Remover for a Long Time?
Treme Skin Tag Remover-Skin labels are harmless, troublesome developments with a thin tail...
Par Treme SkinTags 2025-01-21 07:07:27 0 3KB
Health
CBD You Can Count On – Frank & Frey CBD 300mg Pure Formula
 Frank Frey CBD UK are a wellness supplement designed to harness the potential benefits...
Par EliteGrowXL EliteGrowXL 2025-04-14 03:28:40 0 8