আর্টেমিস ১-এর পরবর্তী উৎক্ষেপণ তারিখ জানাল নাসা

0
3χλμ.

চন্দ্রযান আর্টেমিস ১-এর পরবর্তী উৎক্ষেপণ তারিখ জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি বলেছে, দু’বার ব্যর্থতার পর ফের উৎক্ষেপণের জন্য প্রস্তুত আর্টেমিস-১। আগামী ২৩ সেপ্টেম্বর এর উৎক্ষেপণ করা যাবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সিএনএন।

গত ৩ সেপ্টেম্বর একেবারে শেষ সময়ে এসে দ্বিতীয়বারের মতো বাতিল করা হয় আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা। ওইদিন সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করার কথা ছিল।

কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান, যে ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের ওপর ভর করে এটি উৎক্ষেপণ করা হবে সেই সিস্টেমের জ্বালানি সংরক্ষণাগারে ছিদ্র দেখা দেয়। তা থেকে তরল হাইড্রোজেন চুইয়ে পড়ছিল। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও ত্রুটি দেখা দেয়।

এর আগে গত ২৯ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথমবার আর্টেমিস-১ উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়। সেবার উৎক্ষেপণের আগে রকেটের চারটি ইঞ্জিনের একটিতে ত্রুটি ধরা পড়ে। এরপরই উৎক্ষেপণ বাতিল করা হয়।

দুইবার ব্যর্থতার পর এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো চেষ্টা করতে যাচ্ছে নাসা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৌশলীরা বুঝতে পারেন, রকেটের জ্বালানি ব্যবস্থায় লিক হয়েছে। এরপরেই মেরামতে লেগে পড়েন তারা। আরও জানানো হয়েছে, মেরামত করে ছিদ্রগুলো ঠিক করা হয়েছে।

নাসা জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে ওরিয়ন মহাকাশযান আর্টেমিস ১। উৎক্ষেপণ যদি সফল হয়, তবে মহাকাশযানটি ৪৮ দিনের যাত্রায় বেরবে। পাড়ি দেবে ৬০ হাজার কিলোমিটার। পৃথিবীতে ফিরবে ১৮ অক্টোবর।

আর্টেমিস-১ চন্দ্রযানটি ৯৮ মিটার লম্বা। কমলা ও সাদা রঙের বিশাল রকেটটি তৈরিতে সময় লেগেছে কয়েক দশক। এর নাম রাখা হয়েছে গ্রিক পুরাণ অনুযায়ী। জ্বালানি হিসেবে ভরা হয়েছে ৩০ লাখ লিটার অতিরিক্ত ঠান্ডা তরল হাইড্রোজেন ও অক্সিজেন। মূলত এসএলএস (স্পেস লঞ্চ সিস্টেম) ও ওরিয়ন ক্রিউ ক্যাপস্যুলের পরীক্ষামূলক ব্যবহারের জন্য এই রকেট চাঁদে পাঠানো হচ্ছে।

১৯৬৯ সালে নাসার অ্যাপোলো-১৭ অভিযানে শেষবার চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ। এর প্রায় ৫০ বছর পর আবারও চন্দ্রাভিযানে যাওয়ার চেষ্টা। তবে এখনই কোনও নভচারী যাচ্ছে না। নাসার ‘ডিপ স্পেস এক্সপ্লোরেশন’-এর প্রাথমিক পর্ব আর্টেমিস-১। সব ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাবে বলে জানিয়েছে নাসা।

Like
Love
11
Προωθημένο
Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
Health
প্রাক্তন মানেই কি প্রতিপক্ষ?
‘আমার মা কি খুব ঝগড়াটে? তোমাকে জ্বালাতন করত?’ শিহাবকে (ছদ্মনাম) অবাক করে দিয়ে এ...
από Nusrat Jinia 2022-09-24 03:26:18 0 3χλμ.
Shopping
the designer and Golden Goose Shoes both legitimized and amplified
Slow fashion is all about choosing to buy fewer pieces shopping consciously and benefiting from...
από Sunny Curtis 2024-08-26 09:09:15 0 4χλμ.
Shopping
Black Friday Alert: Must-Have Stussy and Chrome Hearts Pieces
As the holiday shopping season rapidly approaches, Black Friday stands out as a coveted...
από Stussy Apperal 2024-11-05 09:09:03 0 4χλμ.
χωρίς κατηγορία
ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি, লাখো ওয়েবসাইটে সাইবার হামলা
ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের...
από Tariqul Islam 2022-09-22 07:14:48 0 4χλμ.
χωρίς κατηγορία
টুইটারে ‘ফ্রি’র জামানা শেষ, ভেরিফায়েড পেজের জন্য লাগবে অর্থ
টুইটারের মালিকানা কয়েক দিন হলো গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা...
από Prothom Alo 2022-11-02 12:48:09 0 3χλμ.