গর্ভে যমজ বাচ্চা, মানতে নারাজ অহনা!
ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তার অভিনয় বরাবরই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’-তে নতুন চমক নিয়ে আসছেন তিনি।
নাটকের গল্পে দেখা যাবে, অসুস্থ অহনাকে ডাক্তারের কাছে নিয়ে যান শামীম হাসান সরকার। গাইনি ডাক্তার পরীক্ষা করে জানান, অহনার পেটে যমজ বাচ্চা রয়েছে। তবে বিষয়টি মানতে নারাজ এ অভিনেত্রী।
এরপর অহনার জীবনে নেমে আসে ঝড়। গর্ভে সন্তানের কথা শোনার পর তার ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে। অহনা কাউকেই বোঝাতে পারছেন না, তিনি গর্ভবতী নন। নিশ্চয় কোথাও কোনো ভুল হচ্ছে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিন খান জানান, শামীম ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম তাকে তার এক মেয়ে বন্ধু এক ডাক্তারের কাছে নিয়ে যান। তিনি নানা পরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা! এ কথা শোনে অজ্ঞান হয়ে পড়েন শামীম। এরপর থেকেই নানা হাস্যরসের মধ্যদিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Jocuri
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Alte
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness