টুইটারে ‘ফ্রি’র জামানা শেষ, ভেরিফায়েড পেজের জন্য লাগবে অর্থ
টুইটারের মালিকানা কয়েক দিন হলো গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে নানা কাজ করে যাচ্ছেন। মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। নিজেই হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এবার জানালেন, ‘ফ্রি’র জামানা শেষ টুইটারে। একাধিক বড় পরিবর্তন আসছে জানিয়ে ইলন মাস্ক বলেন, টুইটারে ‘ব্লু টিক’-এর জন্য খরচ করতে হবে।
গতকাল মঙ্গলবার ইলন মাস্ক নিজেই টুইটারে নানা পরিবর্তন আনার কথা টুইট করে জানান। তিনি বলেন, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ করে নিতে পারবেন। তবে এর জন্য খরচ করতে হবে। টুইটার অ্যাকাউন্টে নামের পাশে ‘ব্লু টিক’ যোগ করতে প্রতি মাসে পকেট থেকে খসবে কয়েক ডলার। আপাতত প্রতি মাসে আট ডলার খরচ করতে হবে অ্যাকাউন্ট ভেরিফায়েড করানোর জন্য। বিভিন্ন দেশের মানুষের ক্রয়ক্ষমতার ওপর নির্ভর করে এ দাম বা খরচ নির্ধারণ করা হবে বলেই জানান ইলন মাস্ক। টুইটার অ্যাকাউন্টটি আসল ও বিশ্বাসযোগ্যর প্রমাণ হচ্ছে এই ব্লু টিক।
ভেরিফায়েড অ্যাকাউন্টে কী কী সুবিধা মেলে
ইলন মাস্কের দাবি অনুযায়ী, অ্যাকাউন্ট ভেরিফায়েড হয়ে ব্লু টিক থাকলে ব্যবহারকারীরা রিপ্লাইয়ের ক্ষেত্রে অগ্রগণ্যতা পান। কেউ ‘মেনশন’ করলে বা ‘সার্চ’ করলেও ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো আগে দেখাবে। এ ছাড়া লম্বা ভিডিও বা অডিও পোস্ট করা যাবে। অর্ধেকের কম বিজ্ঞাপন দেখতে হবে ভেরিফায়েড টুইটার ব্যবহারকারীদের।
গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন টেসলার প্রধান মাস্ক। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনেই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে সরিয়ে দেন। একই সঙ্গে প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল ও আইন-নীতিমালাবিষয়ক প্রধান বিজয়া গাড্ডেকেও সরিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমটি অধিগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণার আগে মাস্ক তাঁর টুইটার প্রোফাইলের পরিচিতিতে (বায়ো) বদল আনেন। তিনি নিজের পরিচিতি হিসেবে লেখেন, ‘চিফ টুইট’। এখন মাস্ক জানালেন, তিনি টুইটারের সিইওর দায়িত্ব পালন করবেন। মাস্ক ঠিক কত দিন সিইও হিসেবে থাকতে পারেন, তিনি পরবর্তী সময়ে অন্য কাউকে এই পদে নিয়োগ দিতে পারেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার। এদিকে টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া নিয়ে একটি টুইট করেছেন মাস্ক। এই টুইটে তিনি বলেছেন, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পদক্ষেপটি অস্থায়ী। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Jeux
- Gardening
- Health
- Domicile
- Literature
- Music
- Networking
- Autre
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness