টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই এর প্রধান নির্বাহীসহ তিন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাইয়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটির পরিচালনা পর্ষদ ভেঙে দিলেন ইলন মাস্ক। সোমবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে দাখিল করা নথির বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

 
একইসঙ্গে এতে টুইটারের একমাত্র পরিচালক হিসেবে ইলন মাস্কের নাম উল্লেখ করা হয়েছে বলেও জানানো হয়। এ ছাড়াও এখন থেকে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করতে ব্যবহারকারীকে মাসিক ২০ ডলার গুনতে হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

টুইটারের মালিকানা পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করলেন ইলন মাস্ক। গেল ২৭ অক্টোবর টুইটারের মালিকানা হস্তান্তরের মাধ্যমে এর নতুন মালিক হন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
এর আগে টুইটারের পরিচালক ছিলেন ৯ জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেয়া অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

এর মধ্যেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, এখন থেকে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই বা যাচাই করার বিষয়টি নতুন করে মূল্যায়ন করা হবে। একইসঙ্গে অ্যাকাউন্ট ভেরিফাইড রাখতে হলে প্রতি মাসে ব্যবহারকারীকে ২০ মার্কিন ডলার গুনতে হবে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে ভেরিফাইড অ্যাকাইন্টের জন্য ব্যবহারকারীকে কোনো অর্থ খরচ করতে হয় না।

এদিকে এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানায়, ডিসেম্বরের আগেই টুইটার কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করতে পারেন ইলন মাস্ক। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টুইটারের মালিকানা কিনে নেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপরই টুইটার নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি।