মডেল ও অভিনেত্রী শেহতাজকে বিয়ে করেছেন সংগীতশিল্পী প্রীতম। শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 
বিয়ের পর সময় সংবাদের মুখোমুখি প্রীতম। জানিয়েছেন তার অনুভূতির কথা। শ্রোতাপ্রিয় এ সংগীতশিল্পী বলেন, ‘পরশু দিন বিয়ে করেছি। অনেক হ্যাপি, অনেক খুশি। ৫ বছর প্রেমের পর শেহতাজকে পেয়েছি ও বিয়ে করেছি। জাদুঘরের শুটিংয়ের সময় শেহতাজকে ভালো লাগে।’

প্রীতম আরও বলেন, ‘তখন আম্মুকে (শেহতাজের আম্মু) গিয়ে বলেছি, আপনার মেয়েকে আমার ভালো লেগেছে। বিয়ে করতে চাই। তখন আন্টি (বর্তমানে আমার আম্মু) উনি আমাকে কিছু টার্গেট দিয়েছিল। সেই টার্গেট পূরণ করেছি। তাই ৫ বছর পর উনার মেয়েকে বিয়ে করতে পেরেছি।’

প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছেলে প্রীতম বেশ কয়েকটি একক সংগীতায়োজনসহ ‘দেবী’ চলচ্চিত্রের গানে সুর করেছেন।  ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সবশেষ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কনটেন্ট ‘আড়ালে’।
‘খোকা’ গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন প্রীতম। বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে গান করেছেন তিনি। তার আরেক ভাই প্রতীক হাসানও একজন সংগীতশিল্পী।

অন্যদিকে, শেহতাজ মুনিরা হাশেম মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। প্রীতমের ‘জাদুকর’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে। কাজ করতে গিয়েই প্রীতমের সঙ্গে সম্পর্ক হয় তার। এবার গাঁটছড়া বাঁধছেন দুজন।