কলা কেন সোজা হয় না?

0
4KB
কলা কেন সোজা হয় না?
ছোটবেলার এই প্রশ্নের উত্তর দেবে বিজ্ঞান।
কলা এমন একটি ফল, যা প্রায় সব মরসুমেই বিক্রি হয়। এমনকি সস্তার ফলের তালিকায় এর নাম রয়েছে। কিন্তু কখনও মনে এমন প্রশ্ন এসেছে যে, কলা কেন বাঁকা হয়? কলা কি সোজা হতে পারে না? নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়? এমন তো আর কোনও ফল নেই যারা গাছেই বেঁকে যায়। তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়? সব কিছুর পিছনেই কোনও না কোনও কারণ থাকে। আর তাই কলার বাঁকা হওয়ার পিছনেও একটি বৈজ্ঞানিক কারণ (Scientific Reason) রয়েছে। আর সেই কারণ বহু মানুষেরই অজানা। তাই সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন।
কলা সোজা হয় না কেন?
শুরুতে গাছে যখন কলার ফুল আসে অর্থাৎ মোচা ধরে, তখন মোচার পাপড়ির নীচে সারি সারি ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নীচে এক গুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়। কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে-ধীরে বেঁকতে থাকে। এক কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়।
কী এই নেগেটিভ জিওট্রপিজম?
যখন সূর্যের দিকে কোনও ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম , গ্র্যাভিটিজম ও অক্সিনের উপর নির্ভর করে। সে হিসেবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়। ঠিক যেমন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের আলোর দিকে থাকে এবং সন্ধ্যায় সূর্য যেমন তার দিক পরিবর্তন করে, সূর্যমুখী ফুলও তার দিক পরিবর্তন করে। এ কারণে এই ফুলের নাম সূর্যমুখী, যার অর্থ সূর্যের দিকে মুখ করা। ঠিক কলার ক্ষেত্রেও এমনটাই হয়।
কলার বটানিক্যাল হিস্ট্রি সম্পর্কে জেনে নিন:
কলার বটানিক্যাল হিস্ট্রি অনুসারে, কলাগাছ ট্রপিকাল রেইনফরেস্ট বৃক্ষ হওয়ায়, এটিকে অনেক গাছের মাঝখানে ও নীচে থাকতে হয়। সেজন্য সুর্যের আলো কলা গাছে পৌঁছাত না। তাই কলা জন্মানোর জন্য গাছগুলি সেই পরিবেশে নিজেদের মানিয়ে নেয়। তবে, আজকালকার দিনে অনেক খোলা জায়গায় কলা গাছ হয়। আর তাই কলা গাছ রোদ পায়। যেহেতু কলা গাছ রোদ কম পায় তাই সূর্যের আলো পাওয়ার জন্য কলার কুড়ি থেকে ফল গ্র্যাভিটির দিকে বৃদ্ধি পায়। প্রথমে মাটির দিকে, তারপর আকাশের দিকে বাড়তে থাকায় কলার আকার বাঁকা হয়ে যায়।
আপনি কি কখনও সোজা কলা
Like
1
Pesquisar
Categorias
Leia mais
Outro
Transform Your Gifting Experience with Custom Magnetic Gift Boxes
Gift-giving is an art that goes beyond just choosing the right item. The presentation plays a...
Por Books Sss 2024-09-30 07:26:41 0 5KB
Shopping
the festivals many Golden Goose Sale shows and parties
The key here is to pick a style with structure. Heat Content Director and ultimate girl on the go...
Por Katherine West 2024-06-17 02:38:13 0 4KB
Shopping
GGDB Sneakers proportions perhaps rivaling some
The streamlined, slender silhouette proposed by Ties, the comeback story of the mens collections,...
Por Janiyah Henderson 2024-05-30 05:15:35 0 3KB
Outro
I was still using my career Goyard and productivity to run from things
we spotted big fluffy and Goyard Bags Outlet other ready to wear items across the globe with...
Por Lilliana Haynes 2024-10-20 06:59:30 0 3KB
Health
Best Kidney Transplant Hospital in India | Urology Doctor in Thane | Lifecare Annexe
Best Kidney Transplant Hospital in India | Urology Doctor in Thane | Lifecare Annexe Kidney...
Por Mahadev Book 2024-10-18 17:38:58 0 3KB