মালয়েশিয়ায় বাঙালি সংস্কৃতিচর্চায় এমবিএফএর পদক্ষেপ
Posted 2022-10-30 05:04:02
0
5K

শিকড় সন্ধানে নিজস্ব সংস্কৃতিচর্চায় কাজ করছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)। যার যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। এরপর কয়েকটি প্রবাসী পরিবারের নিবেদিত চেষ্টায় একটি ছোট সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। মালয়েশিয়ার রেজিস্ট্রার অব সোসাইটির (আরওএস) অধীনে নিবন্ধিত সংগঠনটি একটি অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
গত ৮ বছরের অক্লান্ত প্রচেষ্টার ফসল হিসেবে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। সংগঠনটি মালয়েশিয়ার বৈচিত্র্যমণ্ডিত সমাজ ও সাংস্কৃতিক পরিবেশে দেশীয় সংস্কৃতি, আচার, ঐতিহ্য ও বাংলা ভাষা সংরক্ষণে সদা নিবেদিত।
এদিকে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারে প্রবাসে বেড়ে ওঠা নবপ্রজন্মের বাঙালিদের মধ্যে আপন সংস্কৃতির পরিচয় ও বিকাশ ঘটানোর লক্ষ্যে অ্যাসোসিয়েশনের কয়েকজন সাহসী, অভিজ্ঞ সংস্কৃতি কর্মীর হাত ধরে ২০১৯ সালের নভেম্বরে আর্ট কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম (এসিএলপি) আত্মপ্রকাশ করে।
এদিকে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারে প্রবাসে বেড়ে ওঠা নবপ্রজন্মের বাঙালিদের মধ্যে আপন সংস্কৃতির পরিচয় ও বিকাশ ঘটানোর লক্ষ্যে অ্যাসোসিয়েশনের কয়েকজন সাহসী, অভিজ্ঞ সংস্কৃতি কর্মীর হাত ধরে ২০১৯ সালের নভেম্বরে আর্ট কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম (এসিএলপি) আত্মপ্রকাশ করে।
এসিএলপি বর্তমানে সংগীত, নৃত্য এবং বাংলা ভাষা এই তিনটি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি এর শিক্ষার্থীদের মনমানসিকতা বিকাশের জন্য নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগীত, নৃত্য এবং বাংলা ভাষা, এ তিন বিষয়ে নবাগতদের ভর্তি ও প্রশিক্ষণে মাসজুড়ে চলছে প্রচার-প্রচারণা। মালয়েশিয়াতে বাংলাদেশি সন্তানদের দেশীয় সংস্কৃতির আলোয় গড়ে তুলতে এসিএলপির কোনো বিকল্প নেই।
এ বিষয়ে এমবিএফএর সভাপতি নিসার কাদের জানান, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের অভিপ্রায় হলো মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপন করা এবং বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করা।
এ বিষয়ে এমবিএফএর সভাপতি নিসার কাদের জানান, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের অভিপ্রায় হলো মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপন করা এবং বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করা।
এ ছাড়াও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক সমন্বয়ের মাধ্যমে মালয়েশিয়ান এবং বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন দৃঢ় করার সুযোগ তৈরি করাও একটি অন্যতম লক্ষ্য। একই সাথে এই সংগঠনটি মালয়েশিয়ায় এবং তার বাইরে বাংলাদেশকে সুপরিচিত করার লক্ষ্যে অবিরত কাজ করে যাচ্ছে বলেও জনান তিনি।

Cerca
Categorie
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Giochi
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Altre informazioni
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Leggi tutto
Duremax Gummies Reviews, Benefits, Consumer Reports & Ingredients!
This Duremax Gummies will examine the enhancement exhaustively and give you certified...
Pi-hole: Block ads in your network
Pi-hole: Taking Control of Your DNS
Pi-hole is an open-source network-level ad blocker that can...
Why People Wear A Human Hair HD Lace Wigs
HD is the abbreviation of high definition. People apply it to human hair wigs to make the lace...
Tadalista 60 for Enhanced Sexual Health
Tadalista 60 tablets are an easy-to-use solution that targets the root causes of erectile...
A few Up, A few Down: UNC
The UpsBasically The Total Very first 50 %. That very first 50 percent was 1 of the simplest...