পুঁতে রাখা বা দাফনকৃত যাদুর লক্ষণসমূহ
Δημοσιευμένα 2024-05-20 07:59:58
0
6χλμ.

পুঁতে রাখা বা দাফনকৃত যাদুর লক্ষণসমূহ:
এটি যাদুগুলির অন্যতম বিপজ্জনক এবং শক্তিশালী ধরণের। কারণ যাদুগ্রস্থ ব্যক্তির চুল, পোশাক বা রুমাল ইত্যাদি নিয়ে যাদু করে পুঁতে বা দাফন করে রাখে। দীর্ঘতম সম্ভাব্য সময়ের জন্য মানুষের সমাগম ও দৃষ্টি থেকে দূরে লুকিয়ে রাখে। এমন জায়গায় লুকিয়ে রাখে বা পুঁতে রাখে যেখান থেকে যাদুগ্রস্থ ব্যক্তি এই যাদু খোঁজে না পায় এবং বের করে নষ্ট করতে না পারে।
লক্ষণসমূহ:
১. প্রায় সময় বা মাঝেমধ্যে খোঁচানো বা বিদ্ধ করার আকারে
খুব তীব্র মাথাব্যথা।
২. ঘুমের সময় দম বন্ধ হয়ে যায়।
৩.স্বপ্নে কবর এবং প্রচুর পরিমাণে মৃত মানুষ দেখা।
৪. শরীর সাধারণ দুর্বল লাগা ,কাজকর্ম করতে অক্ষমতা
অনুভব করা।
৫. কাজকর্মে ভুল করা, কোনো কাজ বেশিক্ষণ সময় ধরে
করতে না পারা, অমনোযোগীতা, মনোযোগ ধরে রাখতে
না পারা।
৬. ঘুমের মধ্যে স্বপ্নে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়তে
দেখা।
৭. ঘুমের মধ্যে খুব উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পড়ার
জন্য নিচে কোনো জিনিস না পাওয়া।
৮. কঙ্কাল, মাথার খুলি এবং প্রেতাত্মা বা জ্বিন ভুতের প্রচুর
স্বপ্ন দেখা।
৯. নচোখ বন্ধ করলেই বা ঘুমের মধ্যে বিভিন্ন ভয়ংকর
আকৃতি চোখের সামনে ভেসে ওঠা।
১০. শরীরেবাম বা ডান দিকের কোনও একটি সাইটে
লম্বালম্বি ব্যথা বা অসাড়তা অনুভব করা।
১১. চোখের পাতা বা শরীরের বিভিন্ন জায়গায় গোশত
লাফানো।
১২. কোনো কারণ ছাড়াই বা অযৌক্তিক তীব্র ভয় ভয় লাগা।
১৩. মৃত্যুর সংবাদ শুনলে ভয় লাগা।
১৪. মাথার পিছনে বা চোখের সাথে কপালে মাথা ব্যথা।
১৫. পছন্দনীয় জিনিস গুলো অপছন্দ লাগা, সেগুলো থেকে
বিরত থাকা।
১৬. মাছ খেতে অপছন্দ ও ঘৃণা করা। কখনো কখনো কেবল
মাছের গন্ধ অসহ্য লাগা এবং মাছের গন্ধ লাগলেই বমি
হওয়া।
১৭. ধ্বংসস্তূপ ও নির্জন জায়গার প্রচুর স্বপ্ন দেখা।
১৮. কারণ ছাড়াই বুকে সংকীর্ণতা ও কষ্ট অনুভব করা।
১৯. নিঃসঙ্গতা, একাকীত্বতা, গুটিয়ে ও লুকিয়ে থাকতে
পছন্দ করা , ভালো লাগা।
২১. মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা।
২২. প্রায়শই দুর্গন্ধ পাওয়া।
২৩.শরীরের কোনো এক পার্শ ঘামা।
২৪. পা ভারি ভারি লাগা।
২৫. খুব বেশি ভুলে যাওয়া।
২৬. পিঠে এবং কাঁধে ব্যথা
২৭. যে কোনো বিষয়ে চরম একঘেয়েমি।
পুঁতে রাখা বা দাফনকৃত যাদু নষ্ট করার উত্তম পদ্ধতি হচ্ছে যাদুটি খুঁজে বের করে নষ্ট করা। তবে এর কোনো নির্দিষ্ট সঠিক কোনো পদ্ধতি নেই। তবে সম্ভাব্য কিছু পদ্ধতি রয়েছে। কিন্তু এই যাদু নষ্ট করার বিভিন্ন পদ্ধতি ও দোয়া এবং রুকইয়াহ রয়েছে।
সরাসরি রুকইয়া সাপোর্ট নিতে
01856458021


Αναζήτηση
Κατηγορίες
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Παιχνίδια
- Gardening
- Health
- Κεντρική Σελίδα
- Literature
- Music
- Networking
- άλλο
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Διαβάζω περισσότερα
SEO Benefits of Guest Posting on High DA Websites
Guest posting has become one of the most effective strategies for search engine optimization...
Custom Packaging Will Influence Customer Purchase Decisions
One of the key benefits of using packaging for your products is that it can help you increase...
Size MD Plus Gummies Schweiz: Sicher und wirksam für Menschen mit Potenzproblemen
SizeMD+ Schweiz In der heutigen schnelllebigen Welt haben viele Männer mit Problemen im...
Gold Necklace Set Indian: A Perfect Blend of Tradition and Elegance
A gold necklace set indian is a timeless piece of jewelry that embodies cultural...
Decorating Your Butcher Paper Envelopes
Due to its durability and natural appearance in eco-friendly packaging, butcher paper has gained...