ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

0
4χλμ.
ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।
৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।
৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।
৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।
১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
Like
Love
38
Αναζήτηση
Κατηγορίες
Διαβάζω περισσότερα
άλλο
AQ Slim United Kingdom Health Benefits & Updated Reviews 2025
AQ Slim United Kingdom: is the comprehensive standard, effectively engineered metabolic aid that...
από Fairy Bread 2025-03-13 06:25:22 0 350
Health
[News] Improve Energy and Mood with GlucoTonic Blood Sugar Support
Gluco Tonic, a progressive dietary enhancement intended to advance solid glucose levels and...
από Whispeara Spray 2025-02-01 11:14:31 0 4χλμ.
Sports
Notre Dame Holds Off Late Rally by Louisville
Notre Dame Holds Off Late Rally by Louisville Notre Dame held off a late rally by Louisville to...
από TunnerStockton TunnerStockton 2024-09-09 09:56:27 0 8χλμ.
Health
Leanix ACV Gummies Deutschland, Österreich zur Gewichtsabnahme – Bewertungen und Kosten – Funktioniert es oder nicht?
Leanix Deutschland enthält eine gesunde Mischung dieser beiden Superfoods, die nachweislich...
από Treme SkinTags 2025-01-02 18:52:10 0 3χλμ.
Health
Experience Weight Loss with Manna Flux Ultra Drops Price (Official Page)
MannaFlux Drops is an inventive dietary overhaul that supports weight the pioneers by pushing...
από Glyco Forte 2024-12-29 18:25:38 0 2χλμ.