অতিরিক্ত মাদক নিয়ে কোমায়, ফিরে আত্মজীবনী লিখলেন অভিনেতা
ছোট পর্দার দর্শকদের বিনোদন দিতেন তিনি। মাদকাসক্তির কারণে একটা সময় মরতে বসেছিলেন। মাদকের নেশায় বুঁদ হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। তাঁর বেঁচে থাকার আশা ছিল মাত্র ২ শতাংশ। তিনি হলেন মার্কিন অভিনেতা ম্যাথু পেরি। জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এ চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এই টিভি অভিনেতা। সম্প্রতি পেরি লিখেছেন আত্মজীবনী—‘ফ্রেন্ডস, লাভার্স অ্যান্ড দ্য বিগ টেরিবল থিং’। এ বইয়ে তিনি মাদকাসক্তি নিয়ে খোলামেলাভাবে লিখেছেন। খবর ভ্যারাইটি।
আগে থেকেই পেরি মাদকাসক্ত ছিলেন। ২০১৮ সালে অতিরিক্ত মাত্রায় মাদক নিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হন জটিল রোগে। তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন চিকিৎসকেরা তাঁর পরিবারকে বলেছিলেন, পেরির অবস্থা এতটা গুরুতর যে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ২ শতাংশ।
এরপর দুই সপ্তাহ কোমায় ছিলেন পেরি। কোমা থেকে ফিরে আসার পরও হাসপাতালে থাকতে হয় আরও পাঁচ মাস। পেরি বলেন, ‘আমাকে ইসিএমও নামের একটি যন্ত্রে প্রবেশ করানো হয়, যন্ত্রটির কাজ আমার হয়ে শ্বাসপ্রশ্বাস চালানো। সাধারণত, এ যন্ত্রে ঢোকানোর পর কেউ বাঁচে না।’
এই মাদকের জন্য এখন পর্যন্ত ১৪টি অস্ত্রোপচার করতে হয়েছে পেরিকে। তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে আগামী ১ নভেম্বর।
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Juegos
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness