• ইউএস ট্রেড শোতে ‘রিমার্ক’ এর প্যাভিলিয়ন উদ্বোধন করলেন অরুন ভ্যানকাটারাম্যান

    ইউএস ট্রেড শোর ‘রিমার্ক’ এর প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের সহকারি বাণিজ্যমন্ত্রী অরুন ভ্যানকাটারাম্যান ও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হ্যাস।

    ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ট্রেড শো অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টে প্রায় ৭০টিরও বেশি বুথে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য এবং সেবা। এর মধ্যে কালার কসমেটিকস ব্র্যান্ড নিওর সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।

    উল্লেখ্য, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে ব্র্যান্ড নিওর”। এর কালার কসমেটিকস লাইন আপে আছে দুইটি লিপস্টিক সিরিজ – ‘নিওর নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক’ ও ‘নিওর রেড কার্পেট লিপ কালার’। আরও আছে ‘নিওর লিকুইড আই লাইনার’, ‘নিওর ওয়াটারপ্রুফ-হাইপো অ্যালারজেনিক আইলাইনার’, ‘নিওর হাই ডেফিনেশন আলট্রা ডিফাইন্ড ভলিউম মাসকারা’, ‘নিওর অন পয়েন্ট মাইক্রো আইব্রো পেনসিল’, ‘নিওর ক্যাট আই দ্য লাইনার- মিডনাইট ব্ল্যাক’, ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’। ব্র্যান্ডটির স্কিন কেয়ার রেঞ্জে আছে ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্লিনজিং ফোম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং সিরাম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্রিম’ এবং ‘নিওর অ্যালোভেরা ১০০% ময়েশ্চার সুদিং জেল’।

    যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত প্রোডাক্টগুলোকে আপডেট করছে নিওর। তাই এই ব্র্যান্ডকে ঘিরে বিভিন্ন বয়স ও পেশার নারীদের আগ্রহ রয়েছে। বিখ্যাত সেলিব্রেটি, ইনফ্লুয়েন্সার ও বিউটিশিয়ানরাও এই ব্র্যান্ড নিয়ে দারুণ উৎসাহী।

    ইউএস ট্রেড শো শোতে ঢাকা দূতাবাসের বিভিন্ন সার্ভিসও তুলে ধরা হবে। ২৮তম এই আসরটি চলবে ২৭,২৮ ও ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনটির টিকিট প্রদর্শনীর গেটে পাওয়া যাবে। পরিচয়পত্র দেখানোর মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন।
    #remark #remarkHB
    ইউএস ট্রেড শোতে ‘রিমার্ক’ এর প্যাভিলিয়ন উদ্বোধন করলেন অরুন ভ্যানকাটারাম্যান ইউএস ট্রেড শোর ‘রিমার্ক’ এর প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের সহকারি বাণিজ্যমন্ত্রী অরুন ভ্যানকাটারাম্যান ও ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হ্যাস। ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই ট্রেড শো অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টে প্রায় ৭০টিরও বেশি বুথে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশে বিদ্যমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য এবং সেবা। এর মধ্যে কালার কসমেটিকস ব্র্যান্ড নিওর সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। উল্লেখ্য, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে ব্র্যান্ড নিওর”। এর কালার কসমেটিকস লাইন আপে আছে দুইটি লিপস্টিক সিরিজ – ‘নিওর নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক’ ও ‘নিওর রেড কার্পেট লিপ কালার’। আরও আছে ‘নিওর লিকুইড আই লাইনার’, ‘নিওর ওয়াটারপ্রুফ-হাইপো অ্যালারজেনিক আইলাইনার’, ‘নিওর হাই ডেফিনেশন আলট্রা ডিফাইন্ড ভলিউম মাসকারা’, ‘নিওর অন পয়েন্ট মাইক্রো আইব্রো পেনসিল’, ‘নিওর ক্যাট আই দ্য লাইনার- মিডনাইট ব্ল্যাক’, ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’। ব্র্যান্ডটির স্কিন কেয়ার রেঞ্জে আছে ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্লিনজিং ফোম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং সিরাম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্রিম’ এবং ‘নিওর অ্যালোভেরা ১০০% ময়েশ্চার সুদিং জেল’। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত প্রোডাক্টগুলোকে আপডেট করছে নিওর। তাই এই ব্র্যান্ডকে ঘিরে বিভিন্ন বয়স ও পেশার নারীদের আগ্রহ রয়েছে। বিখ্যাত সেলিব্রেটি, ইনফ্লুয়েন্সার ও বিউটিশিয়ানরাও এই ব্র্যান্ড নিয়ে দারুণ উৎসাহী। ইউএস ট্রেড শো শোতে ঢাকা দূতাবাসের বিভিন্ন সার্ভিসও তুলে ধরা হবে। ২৮তম এই আসরটি চলবে ২৭,২৮ ও ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনটির টিকিট প্রদর্শনীর গেটে পাওয়া যাবে। পরিচয়পত্র দেখানোর মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যেই প্রবেশ করতে পারবেন। #remark #remarkHB
    Like
    10
    0 Comments 0 Shares 800 Views 0 Reviews
  • "US TRADE SHOW 2022" Remark HB Pavilion
    #remark #usTradeShow #remarkHB
    "US TRADE SHOW 2022" Remark HB Pavilion #remark #usTradeShow #remarkHB
    Like
    11
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
Sponsored