• এক বছরে বিকাশে প্রবাসী আয় দ্বিগুণ
    বিকাশের মাধ্যমে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। আর চার বছরের ব্যবধানে তা বেড়ে প্রায় ১৭ গুণের বেশি হয়েছে। বিকাশের মাধ্যমে আসা গত কয়েক বছরের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ২০১১ সালে যাত্রা শুরু করে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। ব্র্যাক ব্যাংকের সহযোগী একটি প্রতিষ্ঠান হিসেবে এটির যাত্রা শুরু হয়। সর্বশেষ ২০২১ সালে...
    Like
    10
    0 التعليقات 0 المشاركات 5كيلو بايت مشاهدة 0 معاينة