পৃথিবীর দ্রুততম কম্পিউটারের র্যাম কত
এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারটি হিউলেট প্যাকার্ড বা এইচপির তৈরি। এইচপি ফ্রন্টিয়ার। এটি সুপারকম্পিউটার ঘরানার। এই সুপারকম্পিউটার এখন রয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসিতে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে। কম্পিউটারের গতির মূলে থাকে র্যাম ( র্যান্ডম অ্যাকসেস মেমোরি)। দ্রুততম কম্পিউটার ফ্রন্টিয়ারে কী পরিমাণ র্যাম রয়েছে? উত্তরটা হলো ৪৮ লাখ ৪৯ হাজার ৬৬৪ গিগাবাইটের র্যাম রয়েছে...