• _যদিও ফুলের আয়ু অল্প,, তবু তার সৌন্দর্য মানুষের মনে দীর্ঘস্থায়ী হয়...!!
    💙🥀_যদিও ফুলের আয়ু অল্প,, তবু তার সৌন্দর্য মানুষের মনে দীর্ঘস্থায়ী হয়...!!🌸🥀
    0 Reacties 0 aandelen 406 Views 0 voorbeeld
  • ঢাকায় এসে থাকার কোন ব্যবস্থা না থাকলে, এখানে থাকতে পারবেন।
    মাওলানা شفيق الإسلام الإمدادي راحت সাহেব
    মুহাম্মদপুরের ফ্রি মুসাফির খানা সংক্রান্ত কিছু তথ্য।
    প্রশ্ন: লোকেশন কোথায়?
    উত্তর: মুহাম্মদপুর শিয়া মসজিদ থেকে পায়ে হেঁটে তিন মিনিটের পথ। আরো সহজে বললে কুবা মসজিদের পশ্চিমে। কমেন্টে গুগল লোকেশন দেওয়া আছে।

    প্রশ্ন: এই মুসাফির খানার আয়োজক কারা?
    উত্তর: হাফেজজী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।‌

    প্রশ্ন: কারা এই মুসাফির খানা থেকে উপকৃত হতে পারবেন?
    উত্তর: দেশের যেকোনো প্রান্তের সাধারণ মানুষ ও উলামায়ে কিরাম।
    প্রশ্ন: কতদিন থাকা যাবে?
    উত্তর: প্রাথমিকভাবে তিনদিন থাকা যাবে। এরপর আলোচনা সাপেক্ষে।
    প্রশ্ন: খরচাদি কেমন?
    উত্তর: থাকার জন্য কোনো খরচ নেই। খাওয়া দাওয়া নিজের।
    প্রশ্ন: মহিলারা থাকতে পারবেন কিনা?
    উত্তর: জি পারবেন। তবে, মহিলার সাথে শরঈ মাহরাম থাকতে হবে।
    প্রশ্ন: কোনো শর্তাবলী আছে?
    উত্তর: প্রথমত সুবিধাগ্রহণকারীর পূর্ণ পরিচয়, দ্বিতীয়ত আইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং মুসাফির খানায় প্রবেশের সময় যেমন পরিচ্ছন্ন থাকবে চলে যাওয়ার সময়ও তেমন পরিচ্ছন্ন রেখে যেতে হবে।

    বুকিং এর জন্য দুইএক দিন আগে যোগাযোগ করুন।
    01819281286, 01776288492

    পুনশ্চ. আমি এই আয়োজনের উদ্যোক্তার কেউ নই। শুধু চেয়েছি এমন উদ্যোগটি মানুষ জানুক এবং উপকৃত হোক।
    ঢাকায় এসে থাকার কোন ব্যবস্থা না থাকলে, এখানে থাকতে পারবেন। মাওলানা شفيق الإسلام الإمدادي راحت সাহেব মুহাম্মদপুরের ফ্রি মুসাফির খানা সংক্রান্ত কিছু তথ্য। প্রশ্ন: লোকেশন কোথায়? উত্তর: মুহাম্মদপুর শিয়া মসজিদ থেকে পায়ে হেঁটে তিন মিনিটের পথ। আরো সহজে বললে কুবা মসজিদের পশ্চিমে। কমেন্টে গুগল লোকেশন দেওয়া আছে। প্রশ্ন: এই মুসাফির খানার আয়োজক কারা? উত্তর: হাফেজজী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।‌ প্রশ্ন: কারা এই মুসাফির খানা থেকে উপকৃত হতে পারবেন? উত্তর: দেশের যেকোনো প্রান্তের সাধারণ মানুষ ও উলামায়ে কিরাম। প্রশ্ন: কতদিন থাকা যাবে? উত্তর: প্রাথমিকভাবে তিনদিন থাকা যাবে। এরপর আলোচনা সাপেক্ষে। প্রশ্ন: খরচাদি কেমন? উত্তর: থাকার জন্য কোনো খরচ নেই। খাওয়া দাওয়া নিজের। প্রশ্ন: মহিলারা থাকতে পারবেন কিনা? উত্তর: জি পারবেন। তবে, মহিলার সাথে শরঈ মাহরাম থাকতে হবে। প্রশ্ন: কোনো শর্তাবলী আছে? উত্তর: প্রথমত সুবিধাগ্রহণকারীর পূর্ণ পরিচয়, দ্বিতীয়ত আইডি কার্ডের ফটোকপি লাগবে। এবং মুসাফির খানায় প্রবেশের সময় যেমন পরিচ্ছন্ন থাকবে চলে যাওয়ার সময়ও তেমন পরিচ্ছন্ন রেখে যেতে হবে। বুকিং এর জন্য দুইএক দিন আগে যোগাযোগ করুন। 01819281286, 01776288492 পুনশ্চ. আমি এই আয়োজনের উদ্যোক্তার কেউ নই। শুধু চেয়েছি এমন উদ্যোগটি মানুষ জানুক এবং উপকৃত হোক।
    0 Reacties 0 aandelen 1K Views 0 voorbeeld
  • রাজনীতি যোগ দেওয়ার আগে
    তিন বার ভাবুন তার পড়ে সিদ্ধান্ত নিন
    এই লিখা একবার পরতে পারেন।
    জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।
    এখন জেলখানায়! চোখে পানি!
    গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
    কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!
    একটাই তো জীবন! কি নিদারুন অপচয়!
    ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
    গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷
    এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
    কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!
    এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।
    এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
    সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!
    রাজনীতি বড়ই কুটিল খেলা!
    রাজনীতি যোগ দেওয়ার আগে 🇧🇩 তিন বার ভাবুন তার পড়ে সিদ্ধান্ত নিন এই লিখা একবার পরতে পারেন। জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী। এখন জেলখানায়! চোখে পানি! গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই! কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়! একটাই তো জীবন! কি নিদারুন অপচয়! ক্ষমতায় থাকাকালীন কি ছিল না? গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷ এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!! এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই। এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী! সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ! রাজনীতি বড়ই কুটিল খেলা!
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ – সর্বশেষ ভর্তি তালিকা (দগ্ধ রোগীদের নাম)

    এই ২৮ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন।

    তালিকাভুক্ত দগ্ধরা হলেন:

    1. শামীম ইউসুফ (১৪)

    2. মাহিন (১৫)

    3. আবিদ (১৭)

    4. রফি বড়ুয়া (২১)

    5. সায়েম (১২)

    6. সায়েম ইউসুফ (১৪)

    7. মুনতাহা (১১)

    8. নাফি (বয়স অনির্দিষ্ট)

    9. মেহেরিন (১২)

    10. আয়মান (১০)

    11. জায়েনা (১৩)

    12. ইমন (১৭)

    13. রোহান (১৪)

    14. আবিদ (৯)

    15. আশরাফ (৩৭)

    16. ইউশা (১১)

    17. পায়েল (১২)

    18. আলবেরা (১০)

    19. তাসমিয়া (১৫)

    20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)

    21. অয়ন (১৪)

    22. ফয়াজ (১৪)

    23. মাসুমা (৩৮)

    24. মাহাতা (১৪)

    25. শামীম (বয়স অনির্দিষ্ট)

    26. জাকির (৫৫)

    27 নিলয় (১৪)

    28 . সামিয়া (বয়স অনির্দিষ্ট)

    ⚠ অনুরোধ: দয়া করে এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন। কারও পরিচিত কেউ তালিকায় থাকলে দ্রুত পরিবারকে জানান।
    বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন
    📍 বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ – সর্বশেষ ভর্তি তালিকা (দগ্ধ রোগীদের নাম) এই ২৮ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। তালিকাভুক্ত দগ্ধরা হলেন: 1. শামীম ইউসুফ (১৪) 2. মাহিন (১৫) 3. আবিদ (১৭) 4. রফি বড়ুয়া (২১) 5. সায়েম (১২) 6. সায়েম ইউসুফ (১৪) 7. মুনতাহা (১১) 8. নাফি (বয়স অনির্দিষ্ট) 9. মেহেরিন (১২) 10. আয়মান (১০) 11. জায়েনা (১৩) 12. ইমন (১৭) 13. রোহান (১৪) 14. আবিদ (৯) 15. আশরাফ (৩৭) 16. ইউশা (১১) 17. পায়েল (১২) 18. আলবেরা (১০) 19. তাসমিয়া (১৫) 20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট) 21. অয়ন (১৪) 22. ফয়াজ (১৪) 23. মাসুমা (৩৮) 24. মাহাতা (১৪) 25. শামীম (বয়স অনির্দিষ্ট) 26. জাকির (৫৫) 27 নিলয় (১৪) 28 . সামিয়া (বয়স অনির্দিষ্ট) ⚠ অনুরোধ: দয়া করে এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন। কারও পরিচিত কেউ তালিকায় থাকলে দ্রুত পরিবারকে জানান। 📞 বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন
    0 Reacties 0 aandelen 2K Views 0 voorbeeld
  • House sale in Gulshan-2 Used
    $110
    In stock
    Gulshan 2
    0 voorbeeld
    ঢাকা গুলশান ২ নাম্বার ৪২/৪৩ নাম্বার রোডে ১৪ কাঠা জমি সহ ডুপ্লেক্স একটি স্বল্প ব্যবহারিত বাড়ি বিক্রয়
    বাড়িতে যা যা থাকবে
    ১/বাড়ির বর্তমান যে মালিক ওয়ারিশ সূত্রে (১ জন)
    ২/বাড়ির জমির পরিমাণ ১৪ কাঠা
    ৩/বাড়িতে লাইনের গ্যাস আছে (তিতাস)
    ৪/বাড়ির সামনের রাস্তা ৪০ ফিট
    কর্নার প্লট দুই পাশ দিয়ে রাস্তা
    ৫/রেসিডেন্সিয়াল প্লট
    ৬/দুই ইউনিটের বাড়ি
    ৭/প্রতি ইউনিটে ৫ হাজার স্কয়ার ফিট করে
    ৮/বাড়ি ও জমির কাগজ ১০০% ওকে নির্ভেজাল নিষ্কণ্ঠ বর্তমান সাল ২০২৫ পর্যন্ত কাগজ আপ টু ডেট
    ৯/জমিতে ব্যাংক লোন আছে ৩৩ কোটি
    ১০/বাড়ি ও জমি সহ প্যাকেজ মূল্য ১১০ কোটি
    আরো বিস্তারিত জানতে
    01910556647 whatsapp
    ঢাকা গুলশান ২ নাম্বার ৪২/৪৩ নাম্বার রোডে ১৪ কাঠা জমি সহ ডুপ্লেক্স একটি স্বল্প ব্যবহারিত বাড়ি বিক্রয় বাড়িতে যা যা থাকবে ১/বাড়ির বর্তমান যে মালিক ওয়ারিশ সূত্রে (১ জন) ২/বাড়ির জমির পরিমাণ ১৪ কাঠা ৩/বাড়িতে লাইনের গ্যাস আছে (তিতাস) ৪/বাড়ির সামনের রাস্তা ৪০ ফিট কর্নার প্লট দুই পাশ দিয়ে রাস্তা ৫/রেসিডেন্সিয়াল প্লট ৬/দুই ইউনিটের বাড়ি ৭/প্রতি ইউনিটে ৫ হাজার স্কয়ার ফিট করে ৮/বাড়ি ও জমির কাগজ ১০০% ওকে নির্ভেজাল নিষ্কণ্ঠ বর্তমান সাল ২০২৫ পর্যন্ত কাগজ আপ টু ডেট ৯/জমিতে ব্যাংক লোন আছে ৩৩ কোটি ১০/বাড়ি ও জমি সহ প্যাকেজ মূল্য ১১০ কোটি আরো বিস্তারিত জানতে 01910556647 whatsapp
    0 Reacties 0 aandelen 6K Views 0 voorbeeld
JogaJog https://jogajog.com.bd