প্রিন্সেস ডায়নার ছোট্টো একটা কথা ছিলো যার সাথে পরিচিত আমরা কমবেশি সকলেই।
সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম
সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিলো।
সৌন্দর্য,ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এতো বছর পরও আসেনি।
অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিলো পরনারীতে।
যার শেষটা হয়েছিলো তাদের বিবাহবিচ্ছেদ দিয়ে।
তোমরা অনেকেই বলোনা গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত ছাড়া হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে।
যার মানসিকতা নোংরা তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ের পেছনে ঘুরে বেড়ায়।
আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে।
প্রিন্সেস ডায়নার ছোট্টো একটা কথা ছিলো যার সাথে পরিচিত আমরা কমবেশি সকলেই। সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিলো। সৌন্দর্য,ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এতো বছর পরও আসেনি। অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিলো পরনারীতে। যার শেষটা হয়েছিলো তাদের বিবাহবিচ্ছেদ দিয়ে। তোমরা অনেকেই বলোনা গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত ছাড়া হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে। যার মানসিকতা নোংরা তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ের পেছনে ঘুরে বেড়ায়। আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে।
Like
10
0 التعليقات 0 المشاركات 2كيلو بايت مشاهدة 0 معاينة