খুবই অসুস্থ একটা জেনারেশন আসছে।

এদের না আছে ধর্মীয় জ্ঞান আর না আছে ভালো আচার
ব্যবহার। এরা হালাল হারামের পার্থক্য জানেনা। কোথায়
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে হয় সেটা জানেনা।
এরা পড়তে বসে রাত ১২-১ টায় আর ঘুমাতে যায় ভোরে।
এদের কাছে সকাল হচ্ছে দুপুর ১২ টায়, এরা নাস্তা করে
দুপুর ২ টায়। এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর
জন্য।
এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়। এদের আছে
পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস।
এরা পাপ কে পাপ মনে করে না। এরা গালাগালি ছাড়া কথা
বলতে পারেনা।
মা-বাবার অতি আহ্লাদের ফসল
খুবই অসুস্থ একটা জেনারেশন আসছে। এদের না আছে ধর্মীয় জ্ঞান আর না আছে ভালো আচার ব্যবহার। এরা হালাল হারামের পার্থক্য জানেনা। কোথায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে হয় সেটা জানেনা। এরা পড়তে বসে রাত ১২-১ টায় আর ঘুমাতে যায় ভোরে। এদের কাছে সকাল হচ্ছে দুপুর ১২ টায়, এরা নাস্তা করে দুপুর ২ টায়। এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য। এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়। এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস। এরা পাপ কে পাপ মনে করে না। এরা গালাগালি ছাড়া কথা বলতে পারেনা। মা-বাবার অতি আহ্লাদের ফসল
Like
7
1 Comentários 0 Compartilhamentos 38 Visualizações 0 Anterior