এলএল.বি. ক্লাসে প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ-

--"যদি কাউকে কমলালেবু দিতে হয়, কী বলবে?"

এক ছাত্র জবাব দিলোঃ -- "এই নিন, কমলালেবু।"

প্রফেসর বললেনঃ-- "না, হলো না; উকিলের মতো করে
বলো।"

তখন সেই ছাত্র বললোঃ-- "আমি বেচারামের পুত্র কেনারাম,
গ্রাম চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া নিবাসী, পূর্ণ সজ্ঞানে,
কারো কাছে ভয় অথবা চাপে না পড়িয়া, মারধর না খাইয়া,
এই যে ফল, যাহা কমলালেবু নামে পরিচিত আর যেটার
ওপর আমার সম্পূর্ণ অধিকার রহিয়াছে, তাহার খোসা, রস,
মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং
ইহার সহিত আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি
যে, আপনি ইহাকে কাটিতে, ছিঁড়িতে, ফ্রিজে রাখিতে বা
খাবার জন্যে পূর্ণ ভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন।

আপনার এই অধিকারও থাকিবে যে, আপনি যে কোন অন্য
ব্যাক্তিকে এই ফল, ইহার খোসা, রস, মজ্জা ও বীজের সহিত
বা অন্যথা তাহাকে দিতে, খাওয়াইতে, বিক্রয় করিতে,
ডাস্টবিনে ফেলিয়া দিতে পারিবেন।

আমি ঘোষণা করিতেছি যে, আজকের পূর্বে এই কমলালেবু
সংক্রান্ত কোন প্রকার বাদ-বিবাদ, ঝগড়া-ঝঞ্ঝাটের সমস্ত
দায়িত্ব আমার এবং আজকের পর হইতে এই কমলালেবুর
সহিত আমার আর কোন প্রকার সম্পর্ক থাকিবে না কিংবা
আমি বা আমার মৃত‍্যুর পর আমার ভবিষ‍্যৎ উত্তরাধিকরী বা
আমার কোনো আত্মীয়-স্বজন এই কমলালেবু বা এর
কোনো অংশের উপর কোনোপ্রকার দাবী করব না।
অধিকন্তু এই কমলালেবুর বীজ হতে কোনো গাছ জন্মালে
সেই গাছ বা তার কোনো পাতা, ডালপালা, শিকড়, ফুল ও
ফলের উপর আমার বা আমার কোনো উত্তরাধিকারীর
কোনোরুপ দাবি থাকবে না। তাছাড়া......"

অতঃপর, বাকিটুকু না শুনেই প্রফেসর মূর্ছা গেলেন .....
লেখক: অজানা। ঈষৎ সম্পাদিত, কিছুটা বর্ধিত ও
অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশিত
এলএল.বি. ক্লাসে প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে বললেনঃ- --"যদি কাউকে কমলালেবু দিতে হয়, কী বলবে?" এক ছাত্র জবাব দিলোঃ -- "এই নিন, কমলালেবু।" প্রফেসর বললেনঃ-- "না, হলো না; উকিলের মতো করে বলো।" তখন সেই ছাত্র বললোঃ-- "আমি বেচারামের পুত্র কেনারাম, গ্রাম চন্ডিপুর, ভেড়ামারা, কুষ্টিয়া নিবাসী, পূর্ণ সজ্ঞানে, কারো কাছে ভয় অথবা চাপে না পড়িয়া, মারধর না খাইয়া, এই যে ফল, যাহা কমলালেবু নামে পরিচিত আর যেটার ওপর আমার সম্পূর্ণ অধিকার রহিয়াছে, তাহার খোসা, রস, মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সহিত আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি যে, আপনি ইহাকে কাটিতে, ছিঁড়িতে, ফ্রিজে রাখিতে বা খাবার জন্যে পূর্ণ ভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন। আপনার এই অধিকারও থাকিবে যে, আপনি যে কোন অন্য ব্যাক্তিকে এই ফল, ইহার খোসা, রস, মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে, খাওয়াইতে, বিক্রয় করিতে, ডাস্টবিনে ফেলিয়া দিতে পারিবেন। আমি ঘোষণা করিতেছি যে, আজকের পূর্বে এই কমলালেবু সংক্রান্ত কোন প্রকার বাদ-বিবাদ, ঝগড়া-ঝঞ্ঝাটের সমস্ত দায়িত্ব আমার এবং আজকের পর হইতে এই কমলালেবুর সহিত আমার আর কোন প্রকার সম্পর্ক থাকিবে না কিংবা আমি বা আমার মৃত‍্যুর পর আমার ভবিষ‍্যৎ উত্তরাধিকরী বা আমার কোনো আত্মীয়-স্বজন এই কমলালেবু বা এর কোনো অংশের উপর কোনোপ্রকার দাবী করব না। অধিকন্তু এই কমলালেবুর বীজ হতে কোনো গাছ জন্মালে সেই গাছ বা তার কোনো পাতা, ডালপালা, শিকড়, ফুল ও ফলের উপর আমার বা আমার কোনো উত্তরাধিকারীর কোনোরুপ দাবি থাকবে না। তাছাড়া......" অতঃপর, বাকিটুকু না শুনেই প্রফেসর মূর্ছা গেলেন ..... লেখক: অজানা। ঈষৎ সম্পাদিত, কিছুটা বর্ধিত ও অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশিত 😄।
Like
Love
Haha
15
0 التعليقات 0 المشاركات 363 مشاهدة 0 معاينة
إعلان مُمول