জানুয়ারি থেকে থাকছে না থ্রি-জি সেবা
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী জানুয়ারি থেকে থ্রি-জি সেবা আর থাকবে না। ৯৮ ভাগ অঞ্চল ফোর-জি সেবার অন্তর্ভুক্ত হয়েছে। রোববার (৬ নভেম্বর) বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।এ সময় মন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে থ্রিজি ফোন আমদানি ও উৎপাদন বন্ধ করা হবে। এছাড়া মোবাইল অপারেটরদের মান পর্যবেক্ষণে আনা নতুন কিউওএস...
Like
Love
12
0 Σχόλια 0 Μοιράστηκε 5χλμ. Views 0 Προεπισκόπηση