বন্ধ হচ্ছে মধুমিতা সিনেমা হল!
সিনেমার বর্তমান অবস্থা, সিনেপ্লেক্সের রাজত্বে সিনেমা হলে প্রযোজকদের সিনেমা না দেয়া, সেই সঙ্গে হল থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নেয়ায় ঢাকার মতিঝিলে অবস্থিত ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতাও বন্ধের উপক্রম হচ্ছে। সিনেমা হলটির মালিক ইফতেখার নওশাদ বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা হয়েছে সিনেমা হলটি বন্ধের। হয়তো মধুমিতা সিনেমা হলটি বন্ধ করে দেয়া হবে!’ ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ সিনেমা হলটি এখনও ঢাকার...
Like
11
0 التعليقات 0 المشاركات 5كيلو بايت مشاهدة 0 معاينة