অভিমানী অহনা
প্রায় বছর দুইয়েক পর অহনা নক দিলো ম্যাসেঞ্জারে। ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা জিজ্ঞেস করলো, এই, লন্ডনের কই থাকো তুমি? এড্রেস কী? রিপ্লাই দিলাম, কেন গিফট পাঠাবা নাকি? বললো, পাঠাতেও পারি। এড্রেস দিয়ে টুকটাক কথা হলো। কেমন আছো, স্বামী, বাচ্চারা কেমন আছে এইসব আর কী। তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজায় নক পড়লে দরজা খুলে দেখি অহনা! আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতেছি...
Love
1
0 التعليقات 0 المشاركات 3كيلو بايت مشاهدة 0 معاينة