আপনি ইট-পাথরের নিষ্প্রাণ শহরে কুরবানীর ঈদ করছেন আর শহর থেকে বহুদূরের কোনো এক নিভৃত পল্লীতে পৌঁছে গেছে আপনার দেওয়া কুরবানীর গোশত। সেখানে কোনো এক দুঃখীনি মা সেই গোশত চুলায় চাপিয়েছেন আর তার ছোট ছোট অনাহারী সন্তানেরা বহুদিন পর গোশত খাবে বলে চুলার চারপাশে গোল হয়ে বসে আছে—এই দৃশ্যটা একটু কল্পনা করুন তো! আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আপনার চোখ ভিজে ওঠার কথা।
আপনারা যারা আমাদের মাধ্যমে কুরবানী দেন, আপনাদের দেওয়া কুরবানীর গোশতের সাথে এই ব্যাপারটিই সাধারণত ঘটে থাকে।
এইসব অভাবী মানুষগুলো বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশত খাওয়ার সুযোগ পান। তাদের বিষয়টি বিবেচনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘সবার জন্য কুরবানী’।
কুরবানী এমন এক আর্থিক ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কুরবানীর দায়িত্ব দিতে পারেন।
আপনার দেওয়া কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে জবাই করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
অংশগ্রহণের জন্য শর্ত: হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না।
✉ আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
প্যাকেজসমূহ:
➤ ১টি গরু: ৯১ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
➤ ১টি ছাগল ১৫ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
➤ গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
🗒 অংশগ্রহণের পদ্ধতি:
➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni
যাঁরা ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেন, তাদের নাম ও মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে থাকবে।
অংশগ্রহণ করা যাবে মেনুয়াল পদ্ধতিতেও।
ব্যংক অ্যাকাউন্ট:
A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka
বিকাশ-নগদ (মার্চেন্ট) 01958277609 (পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে)
মেনুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীরা টাকা পাঠিয়ে এই গুগল ফরমটি পূরণ করুন, যাতে আমরা যথাযথভাবে প্রোফাইলিং করতে পারি: https://forms.gle/4a2JFg55Limzj1nv5
অংশগ্রহণের শেষ তারিখ: ১২ জুন রাত ১২টা (বাংলাদেশ সময়)।
যোগাযোগ: 01958277609
আপনি ইট-পাথরের নিষ্প্রাণ শহরে কুরবানীর ঈদ করছেন আর শহর থেকে বহুদূরের কোনো এক নিভৃত পল্লীতে পৌঁছে গেছে আপনার দেওয়া কুরবানীর গোশত। সেখানে কোনো এক দুঃখীনি মা সেই গোশত চুলায় চাপিয়েছেন আর তার ছোট ছোট অনাহারী সন্তানেরা বহুদিন পর গোশত খাবে বলে চুলার চারপাশে গোল হয়ে বসে আছে—এই দৃশ্যটা একটু কল্পনা করুন তো! আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আপনার চোখ ভিজে ওঠার কথা। আপনারা যারা আমাদের মাধ্যমে কুরবানী দেন, আপনাদের দেওয়া কুরবানীর গোশতের সাথে এই ব্যাপারটিই সাধারণত ঘটে থাকে। এইসব অভাবী মানুষগুলো বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশত খাওয়ার সুযোগ পান। তাদের বিষয়টি বিবেচনা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে ‘সবার জন্য কুরবানী’। কুরবানী এমন এক আর্থিক ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা যায়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কুরবানীর দায়িত্ব দিতে পারেন। আপনার দেওয়া কুরবানীর পশু উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন দরিদ্র অঞ্চলে জবাই করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আপনার একটি কুরবানী অথবা কুরবানীর অংশ অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। 🔔 অংশগ্রহণের জন্য শর্ত: হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না। ✉ আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। 📜 প্যাকেজসমূহ: ➤ ১টি গরু: ৯১ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। ➤ ১টি ছাগল ১৫ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। ➤ গরুর এক-সপ্তমাংশ ১৩ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। 🗒 অংশগ্রহণের পদ্ধতি: ➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni যাঁরা ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেন, তাদের নাম ও মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে থাকবে। 📃 অংশগ্রহণ করা যাবে মেনুয়াল পদ্ধতিতেও। 🏦 ব্যংক অ্যাকাউন্ট: A/c Name: As Sunnah Foundation A/c No.07511100103013 EXIM Bank Limited Satarkul Branch SWIFT Code: EXBKBDDH Routing:100264025 Dhaka 📲 বিকাশ-নগদ (মার্চেন্ট) 01958277609 (পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করতে হবে) মেনুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীরা টাকা পাঠিয়ে এই গুগল ফরমটি পূরণ করুন, যাতে আমরা যথাযথভাবে প্রোফাইলিং করতে পারি: https://forms.gle/4a2JFg55Limzj1nv5 📅 অংশগ্রহণের শেষ তারিখ: ১২ জুন রাত ১২টা (বাংলাদেশ সময়)। 📞 যোগাযোগ: 01958277609
Like
7
0 Commentarios 0 Acciones 317 Views 0 Vista previa